০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


অস্ত্র মামলায় জি কে শামীমসহ তার ৭ দেহরক্ষীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত

-

ঢাকার গুলশান থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় যুবলীগ নেতা জি কে শামীমসহ তার সাত দেহরক্ষীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। গতকাল ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালতে সাক্ষ্য দেন র্যাব-১-এর ডিএডি মিজানুর রহমান। এই সাক্ষীকে আসামিপক্ষে জেরা করেন। জেরা শেষ না হওয়ায় আগামী ৩০ মার্চ পরবর্তী তারিখ ধার্য করা হয়।
জি কে শামীমের সাত দেহরক্ষী হলোÑ দেলোয়ার হোসেন, মুরাদ হোসেন, জাহিদুল ইসলাম, সহিদুল ইসলাম, কামাল হোসেন, সামসাদ হোসেন ও আমিনুল ইসলাম।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১ এর উপ-পরিদর্শক শেখর চন্দ্র মল্লিক চার্জশিট জমা দেন। অতঃপর মহানগর দায়রা জজ আদালতে বদলি হয়ে আসেন। আদালত মামলাটি বিচার ও নিষ্পত্তির জন্য তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করেন। গত ২০ সেপ্টেম্বর গুলশানের নিজ কার্যালয়ে সাত দেহরক্ষীসহ গ্রেফতার হন জি কে শামীম। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থপাচার আইনে তিনটি মামলা হয়। মামলার এজাহারে শামীমকে চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক ও জুয়া ব্যবসায়ী বলে উল্লেখ করা হয়।


আরো সংবাদ



premium cement