০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


শিক্ষার্থীদের শুধু জিপিএ ফাইভের পেছনে ছুটলে চলবে না : শামীম ওসমান

-

সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেছেন, শিক্ষার্থীদের শুধু জিপিএ ফাইভ-এর পেছনে ছুটলে চলবে না। তাদেরকে মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। একজন মা-ই পারেন তার সন্তানকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে। তিনি বলেন আমরা যখন স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিলাম তখন তোমাদের মতো এত সুযোগ-সুবিধা পাই নাই। এখনকার শিক্ষার্থীরা অনেক আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত হয়ে উঠছে। তিনি নারায়ণগঞ্জে হাইস্কুলের অতীত ঐতিহ্যের কথা স্মরণ করে বলেন,এ স্কুলটির সুনাম ধরে রাখতে হবে। পড়ার মানের সাথে সাথে সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার চর্চা বাড়াতে হবে। শামীম ওসমান বলেন, ডিএনডি প্রজেক্টকে দৃষ্টিনন্দন করে তুলতে চাই। এ জন্য আরো ১২ ’শ কোটি টাকার বরাদ্ধ আনা হচ্ছে। তিনি জানান, খুব দ্রæত সময়ের মধ্যে লিংক রোডের ছয় লেনের কাজ শুরু করা হবে। একই সাথে পদ্মা সেতুর সাথে নারায়ণগঞ্জের সাথে একটা সংযোগ সড়ক চালু করার কাজ হচ্ছে। শামীম ওসমান বলেন রাজনৈতিক কারণে আমাদের বৈরিতা কমাতে হবে। সবার প্রচেষ্টায় একটি সুন্দর নারায়ণগঞ্জ আমরা উপহার দিতে পারব। তিনি গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে নবীণ বরন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় এবং বার্ষিক মেধা পুরস্কার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। পরিচালনা পরিষদের সভাপতি চন্দন শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, পরিচালনা পরিষদের সদস্য আবদুস সালাম, এহসানুল হাসান নিপু, আমিনুল ইসলাম মিঠু, ওয়াহিদ সাদাত বাবু, সরকার আলম, প্রধান শিক্ষক কমল কান্তি সাহা প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement