০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


সিদ্ধিরগঞ্জে মেঘনা তেলের ডিপোতে শ্রমিকদের কর্মবিরতি

-

সিদ্ধিরগঞ্জে গোদনাইল মেঘনা তেল ডিপোর সহকারী ম্যানেজার শাহ আলমের প্রত্যাহার চেয়ে এক ঘণ্টা লোড-আনলোড বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছে ট্যাংকলরি চালক ও সহকারী চালকরা।
অসদাচরণের অভিযোগ এনে গতকাল বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত লোড- আনলোড বন্ধ রাখে বিক্ষোভকারীরা। পরে মেঘনা পেট্রোলিয়ামের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ^াসে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় তারা।
গোদনাইল মেঘনা তেল ডিপো ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফ উদ্দিন জানান, সহকারী ম্যানেজার শাহ আলম শুধু চালক ও সহকারী চালকদের সাথেই দুর্ব্যবহার করেন না তিনি তেল নিতে আসা বিভিন্ন গ্রাহকের সাথেও অসদাচরণ করে থাকেন। এসব কারণেই ট্যাংকলরি শ্রমিকরা ঘণ্টাব্যাপী লোড -আনলোড বন্ধ রেখে এ কর্মবিরতি পালন করে। পরে মেঘনা পেট্রোলিয়ামের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ^াসে কর্মবিরতি প্রত্যাহার করে নেয় তারা।
সিদ্ধিরগঞ্জে গোদনাইল মেঘনা তেল ডিপোর ব্যবস্থাপক মো: লুৎফর রহমান বলেন, আসলেই এটা একটা ভুল বোঝাবুঝি। এটা কোন অসদাচরণের মধ্যে পড়ে না। আমরা উভয় পক্ষ বসে আলোচনা করে সমাধান করার পর কর্মবিরতি প্রত্যাহার করে নেয় চালক ও সহকারী চালকরা।


আরো সংবাদ



premium cement