২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পাঠ্যবইয়ে তাজউদ্দীনের অবদান অন্তর্ভুক্তির দাবি সন্তানদের

-

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাজউদ্দীন আহমদের জীবনী ও অবদানের কথা সর্বস্তর ও শ্রেণীর পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন তার বড় মেয়ে শারমিন আহমদ। গতকাল গাজীপুর মহানগরের বঙ্গতাজ অডিটোরিয়ামে দেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ৯৪তম জন্মবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে ওই দাবির কথা জানিয়েছেন তিনি।
তিনি বলেন, বঙ্গবন্ধু ও তাজউদ্দীন এ দু’জনের মধ্যে একজন স্বপ্ন দেখিয়েছিলেন, আরেকজন তার সফল বাস্তবায়ন করেছিলেন। তাই প্রথম শ্রেণী থেকে বিশ^বিদ্যালয় পর্যন্ত শিক্ষার প্রতিটি স্তরে তাদের অবদান ও জীবনী অন্তর্ভুক্ত করতে হবে যাতে করে তাদেরকে মূল্যায়ন করা সম্ভব হয়। আলোচনা অনুষ্ঠানের পর প্রধান অতিথি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও তাজউদ্দীন আহমদের বড় মেয়ে শারমিন আহমদ এবং ছেলে সোহেল তাজ তার বাবার জন্মদিনের কেক কেটে অতিথিদের খাওয়ান। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ



premium cement