১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


রাবিতে বেড়েই চলেছে ছিনতাই জীবনের নিরাপত্তা চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ

-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। সন্ধ্যা হলেই যেন ওঁৎ পেতে থাকে ছিনতাইকারীরা। কখনো মোবাইল সেট, কখনো টাকা কেড়ে নেয়। কখনো আবার চাঁদা দাবি করে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অভিযোগ দিলেও কোনো প্রতিকার বা ব্যবস্থা নেয়া হয় না। ফলে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে শিক্ষার্থী।
এ নিয়ে গতকাল সোমবার দুপুরে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ক্যাম্পাসের অভ্যন্তরে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে।
লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মাহাবুবুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, ক্যাম্পাসে ভিআইপিদের জন্য নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। তাদের জন্য সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য কিছুই নেই? অথচ শিক্ষার্থীদের আগে নিরাপত্তা দেয়া উচিত ছিল। এতেই বোঝা যায়, প্রশাসন জেগে জেগে ঘুমাচ্ছে তারা দেখেও না দেখার ভান করে।
শিক্ষার্থীরা প্রশ্ন রেখে বলেন, বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য প্রশাসন হাজার হাজার কোটি টাকা দিয়ে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে। এই উন্নয়ন কাদের জন্য? ৩৮ হাজার শিক্ষার্থীর যেখানে নিরাপত্তা নেই, সেখানে তথাকথিত মাস্টার প্ল্যান চাই না।
শিক্ষার্থীরা আরো বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মচারী ৪ বোতল ফেন্সিডিলসহ ধরা পড়ে। আবার সে কর্মচারী পরের দিন শিক্ষার্থীদের সাথে বসে চা খায়। সে ক্যাম্পাসে কিভাবে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি টিউশনি শেষে সন্ধ্যার পরপরই স্যার জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক (তৃতীয় বিজ্ঞান) ভবনের পেছনের রাস্তায় আসার পথে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সুরমান আলীর মাথায় অস্ত্র ঠেকিয়ে মানিব্যাগ ও টাকা কেড়ে নেই দুর্র্বৃত্তরা। এরপর ১৮ মার্চ রাবির প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে সংস্কৃত বিভাগের শিক্ষার্থী ববিতা রানী নামের এক শিক্ষার্থীর মোবাইল সেট ও টাকা কেড়ে নেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি থানায় জিডিও করেন। ২৭ মার্চ মনোবিজ্ঞান বিভাগের মিজান নামের এক শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের সামনে ছিনতাইয়ের কবলে পড়েন। এতে খোয়া যায় মোবাইল সেট ও মানিব্যাগ। এ ছাড়াও রোববার (১৪ জুলাই) রাতে মাদার বখস হলের সামনে লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাইদুর রহমান ছিনতাইয়ের কবলে পড়েন। তাকে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।
এদিকে জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছে ইসলামের ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নাসির উদ্দিন। তার থেকেই গত ১২ জুলাই মেহেরচন্ডীর এক মেস থেকে ফোন, টাকা কেড়ে নেয়। এমনকি ১০ হাজার টাকা দাবি করে। ১৬ জুলাইয়ের মধ্যে উল্লিখিত অর্থ না দিলে ক্যাম্পাস ছাড়া করা এমনকি মেরে ফেলার হুমকি দেয়।
নিরাপত্তার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, সম্প্রতি কিছু অঘটনের ফলে ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশা করছি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মন্তব্য করেন তিনি।


আরো সংবাদ



premium cement