২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মাকামে ইব্রাহিম হজ কাফেলার হজ প্রশিক্ষণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

-

মাকামে ইব্রাহিম হজ কাফেলার হজযাত্রীদের হজ পালনের নিয়মকানুন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা ও দোয়া মাহফিল গত শনিবার দুপুরে বাকলিয়াস্থ একটি কমিউনিটি সেন্টারে হজ কাফেলার উপদেষ্টা আলহাজ কাশেম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান সংক্রান্ত আলোচনায় অংশ নেন, পটিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আলহাজ ইদ্রিস মিয়া ও চন্দনাইশ চাগাছর মুছাবিয়া নসিমিয়া ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা ফেরদৌসুল আলম খান আলকাদেরী। স্বাগত বক্তব্য রাখেন মাকামে ইব্রাহিম হজ কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মনজুর মোরশেদ চৌধুরী। আলোচকেরা হজযাত্রীদের ইহরামের কাপড় পরিধান, ইহরাম বাঁধার নিয়ম, মিনা, আরাফাত, মুজদালিফায় হজে অত্যাবশ্যকীয় করণীয়সহ হজের মাসালা-মাসায়েল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। এতে কাফেলার পরিচালক ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ জসিম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট হামিদুর রশীদ, অ্যাডভোকেট আরিফ উদ্দীন, মহরম আলী ও অ্যাডভোকেট মাসুদুর আলম বাবলু প্রমুখ। প্রশিক্ষণে আলোচকেরা বলেন, হজ একটি ফরজ ইবাদত। এটি কেবলমাত্র আর্থিক ও শারীরিকভাবে সামর্থবান ব্যক্তিদের ওপর ফরজ। এই অর্থে হজ আর্থিক ও শারীরিক ইবাদত। এই দিকটি মাথায় রেখেই আল্লাহর মেহমান হিসেবে হজযাত্রা শুরু করতে হবে। তারা বলেন, হজের সফরটি দীর্ঘ এবং আন্তঃরাষ্ট্রীয় হওয়ায় এবং একই সাথে প্রায় ৪০ লাখ লোকের সমাগম হয় বলে এখানে ধৈর্য ও সহনশীলতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। হজকে সহজ করে দেয়ার জন্য সব সময় আল্লাহর দরবারে দোয়া চাইতে হবে। বিশেষ করে হজের নির্দিষ্ট দিনসমূহের ইহরাম বাঁধা থেকে শুরু করে জামারাহতে পাথর নিক্ষেপ, মিনা ও আরাফার তাঁবুতে অবস্থান সর্বক্ষেত্রেই হজযাত্রীকে আল্লাহর দরবারে নিজেকে হাজির করার অনুভূতি নিয়ে কাটাতে হবে। বিজ্ঞপ্তি।
একে অন্যের প্রতি সহযোগিতার মনোভাব পোষণ করতে হবে বলে আলোচকেরা উল্লেখ করেন। শেষে মরহুম-মরহুমার মুরুব্বিদের ইছালে ছাওয়াব উপলক্ষে দোয়া ও হাজীদের সুন্দর সুস্থভাবে যাতে হজ পালন করতে পারে এর জন্য আল্লাহর দরবারে মুনাজাত করা হয়। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement