২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মীরবাগ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর মীরবাগ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল : নয়া দিগন্ত -

রাজধানীর মীরবাগ এলাকার সামাজিক সংগঠন মীরবাগ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল গতকাল শনিবার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
মীরবাগ সোসাইটির আহ্বায়ক শহিদুর রহমান সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার তৈমুর রেজা খোকন। অনুষ্ঠানে মীরবাগ সোসাইটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো: সাইফুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মীরবাগ সোসাইটির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান কাজল।
অনুষ্ঠানে নুরুন্নবী চৌধুরী শাওন মীরবাগ সোসাইটির কর্মতৎপরতার প্রশংসা করে মীরবাগ এলাকাকে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি শান্তির এলাকা হিসেবে গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি এ ক্ষেত্রে তার পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তৈমুর রেজা খোকন বলেন, হাতিরঝিল এলাকা সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকা মীরবাগকে সব ধরনের অপরাধমুক্ত রাখতে এলাকাবাসীকে সচেতন থাকতে হবে। তিনি মীরবাগ সোসাইটির যেকোনো উদ্যোগে তার সহযোগিতার আশ্বাস দেন।
সভাপতির ভাষণে সহিদুর রহমান সাগর ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠান শেষে মুনাজাত পরিচালনা করেন মীরবাগ জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দেলওয়ার হোসেন রাশেদ।
প্রসঙ্গত, ২০১৮ সালে প্রতিষ্ঠিত মীরবাগ সোসাইটির উদ্দেশ্য হচ্ছে সন্ত্রাস ও মাদকসহ সর্ব ধরনের অপরাধমুক্ত একটি শান্তির আবাসস্থল হিসেবে মীরবাগ এলাকাকে গড়ে তোলা। ইতোমধ্যে সোসাইটির বিভিন্ন কার্যক্রম সবার নজর কেড়েছে।


আরো সংবাদ



premium cement
‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক

সকল