১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


স্কুলছাত্রী বর্ষার আত্মহত্যা রাজশাহীর মোহনপুরের সেই ওসি বরখাস্ত

-

পুলিশ লাইনে ক্লোজ হওয়ার এক দিন পর সাময়িক বরখাস্ত হয়েছেন রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন। স্কুলছাত্রী সুমাইয়া আকতার বর্ষার আত্মহত্যার ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম ওসি আবুল হোসেনকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্কুলছাত্রী বর্ষার ঘটনায় মামলা যথাসময়ে না নেয়ার বিষয়ে মোহনপুর থানার ওসি আবুল হোসেনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কার্যালয় ও এসপির কার্যালয় থেকে দুটি কমিটি গঠন করা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের স্বার্থে ওসি আবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। একই সাথে তাকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

গত ২৩ এপ্রিল প্রাইভেট পড়তে গিয়ে অপহরণের শিকার হয় নবম শ্রেণীর ছাত্রী বর্ষা। ওই দিন বাড়ি থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে খানপুর বাগবাজার এলাকায় অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। এ ঘটনায় রাতেই প্রতিবেশী বখাটে মুকুলকে পুলিশ আটক করলেও সকালে ছেড়ে দেয়া হয়। এরপর টানা চার দিন মামলা করতে থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। উল্টো বর্ষার বাবাকে আটকে রেখে হয়রানি এবং পিটিয়ে দাঁত ভেঙে দেয়ার হুমকি দেন ওসি। এসব ক্ষোভে গত ১৬ মে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বর্ষা।
এদিকে এ ঘটনায় দায়ের করা দু’টি মামলা অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আরো সংবাদ



premium cement
ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার

সকল