২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ফুটবলার সালাউদ্দিনকে মাদক দিয়ে ফাঁসানো সেই এসআই প্রত্যাহার

-

নারায়ণগঞ্জের ফুটবলার সালাউদ্দিন দেওয়ানকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেয়ার অভিযোগে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল দুপুরে এ অভিযোগে এসআই নাজমুলকে প্রত্যাহার করে করা হয়েছে।
গত রোবাবার রাতে শহরের পাইকপাড়ার নিজ বাড়ি থেকে সালাউদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে সদর মডেল থানা পুলিশের এসআই নাজমুল। পরবর্তীতে তাকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার দেখায় পুলিশ। সোমবার তাকে আদালতে পাঠালে আদালত সালাউদ্দিনকে কারাগারে প্ররণ করেন।
তবে ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, পুলিশ সালাউদ্দিন দেওয়ানকে ধরে নিয়ে গিয়ে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দিয়েছে। তাকে ছেড়ে দেয়ার ব্যাপারে পরিবারের সদস্যদের কাছ থেকে পাঁচ লাখ টাকাও দাবি করে পুলিশ। এ সময় থানায় সালাউদ্দিনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
পাইকপাড়ার বাসিন্দা জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি আবদুল কাদির জানান, স্থানীয় কাউন্সিলর নিরাপরাধ ছেলেটার বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করে মিথ্যা মাদকমামলায় ফাঁসিয়ে দিয়েছে।
নারায়ণগঞ্জ মডেল থানার ওসি কামরুল ইসলাম জানান, প্রশাসানিক কারণে এসআই নাজুমলকে প্রত্যাহার করে নেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement