০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


রাবিতে মীমাংসা বৈঠকে আ’লীগ-ছাত্রলীগ মারামারি : আহত ২

-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগের বাগি¦তণ্ডার মীমাংসার সমাধান করতে এসে ছাত্রলীগ নেতা ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা ও মতিহার থানা আ’লীগের নেতাদের মধ্যে ওই মারামারির ঘটনায় ছাত্রলীগ নেতাসহ দু’জন আহত হয়।
আহতরা হলেন রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু ও মতিহার থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রানা।
প্রতক্ষ্যদর্শীরা জানান, রাতে আগের বাগি¦তণ্ডার ঘটনা নিয়ে বিশ^বিদ্যালয় পরিবহন মার্কেটে রাবি ছাত্রলীগ নেতা রাজু ও সাবেক ছাত্রলীগ নেতা হাসান শাহরিয়ারকে নিয়ে মীমাংসা বৈঠকে বসেন আওয়ামী লীগ নেতা রানা। সেখানে বাগি¦তণ্ডার একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা হাসান শাহরিয়ার আওয়ামী লীগ নেতা রানার ওপর চেয়ার ছুড়ে মারেন। এতে রানা আহত হয়ে রাবি মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা নিতে আসেন। পরে রানার আহত হওয়ার খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে রাবি ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইলিয়াস হোসেনের নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগ নেতা বাবু, মিনারুলসহ কয়েকজন রাজুকে বেধড়ক মারধর করেন। এতে রাজুর মাথা ফেটে যায়।

জানা গেছে, গুরুতর জখম হওয়ায় ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজুকে রাতেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়। ঘটনার বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম রানা ও ছাত্রলীগ নেতা রেজাউল করিম রাজুকে একাধিকবার ফোন দেয়া হলে তারা ব্যস্ত আছি বলেন।

 


আরো সংবাদ



premium cement