২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইসির বক্তব্যের মাধ্যমে বেসামাল হওয়ার লক্ষণ দেখা যায় : সুশীল ফোরাম

-

নির্বাচন কমিশন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশে নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, ‘বাংলাদেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। তার এই বক্তব্যে উদ্বেগ ও হতাশা প্রকাশ করে সুশীল ফোরামের সভাপতি মো: জাহিদ বলেন, ‘একজন নির্বাচন কমিশনার কোনোভাবেই এটি বলতে পারেন না। এভাবে কথা বললে কমিশনের বিশ^াসযোগ্যতা হারাবে। নির্বাচন কমিশনের ত্রুটি থাকতে পারে। কিন্তু তারা এভাবে বললে অজুহাত দাঁড় করানো হবে। তারা কর্মকর্তাদের জন্য আগেই অজুহাত তৈরি করে রেখেছেন। সুষ্ঠু নির্বাচন করতে না পারলে তাদের উচিত এ পথ থেকে সরে যাওয়া। সুশীল ফোরামের সভাপতি মো: জাহিদ আরো বলেন, নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের মাধ্যমে নিজের দুর্বলতা প্রকাশ পেয়েছে। তিনি বলেন, এমন বক্তব্যের কারণে প্রশ্ন জাগে নির্বাচন কারণে আসলেই ভালো নির্বাচনের জন্য প্রস্তুত কি না, এগুলো নির্বাচন কমিশনের বেসামাল হওয়ার লক্ষণ কি না তা জানা দরকার। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement