০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


ছাত্রমিশনের ইফতার মাহফিল

গনতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে

বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতাদের সম্মানে গতকাল বাংলাদেশ ছাত্র মিশনের আলোচনা ও ইফতার মাহফিল : নয়া দিগন্ত -

ভোটারবিহীন সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে জিম্মি করে দেশে একদলীয় স্বৈরশাসন কায়েম করেছে মন্তব্য করে ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, দেশে আজ গণতন্ত্র ভূলণ্ঠিত, মানবাধিকার ও আইনের শাসন নির্বাসিত, বিচার বিভাগ ও শাসন বিভাগ সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। নির্বাচনব্যবস্থা ধংস করা হয়েছে। শিক্ষাঙ্গনে নগ্ন দলীয়করণ, ছাত্রলীগের নৈরাজ্য ও প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে শিক্ষাব্যবস্থার মুখ থুবড়ে পড়েছে। জাতির চরম ক্রান্তিকালে ছাত্রসমাজ নির্লিপ্ত থাকতে পারে না। তাই ছাত্রসমাজকে ৫২ ভাষা আন্দোলন ও ৯০ স্বৈরাচারবিরোধী ছাত্র গণ-আন্দোলনের মতো আওয়ামী জুলুমবাজ দখলদার দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে সম্মিলিত গণ-আন্দোলনের সূচনা করতে হবে।
গতকাল স্কাইটাচ রেস্টুরেন্টে বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতাদের সম্মানে ইফতার ও ‘গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের বিকল্প নেই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ছাত্র মিশন সভাপতি সালমান খান বাদশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ফারুক রহমান, ইসলামী ছাত্রশিবিরের দাওয়া সম্পাদক মাহফুজুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক আতিকুর রহমান, মোবারক হোসাইন, জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী, লেবার পার্টির ছাত্রবিষয়ক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, জাগপা ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রুবেল, মুসলীম ছাত্রলীগের সভাপতি এইচ এস খান আসাদ, ইশা ছাত্র আন্দোলনের কাওসার হোসেন, ছাত্রজমিয়তের তোফায়েল গাজালী, ছাত্রমজলিসের ফরিদ উদ্দিন, ছাত্রমিশন সহসভাপতি মহিদার রহমান মজনু, সহসাংগঠনিক নাজমুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন ছাত্র মিশন সাধারণ সম্পাদক সৈয়দ মো: মিলন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement