২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মক্কা ও জেদ্দায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

- ছবি : সংগৃহীত

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা এবং মদিনা লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।

দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী বলছে, তারা মক্কা এবং জেদ্দার দিকে ধেয়ে আসা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে গুলি চালিয়ে ভূপাতিত করেছে। মঙ্গলবার সৌদি আরবের ইংরেজি দৈনিক আল-আরাবিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি নেতৃত্বাধীন আরব জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেছেন, সোমবার সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী জেদ্দা এবং তায়েফ প্রদেশের আকাশের নিয়ন্ত্রিত এলাকায় দুটি ক্ষেপণাস্ত্র উড়তে দেখার পর গুলি চালিয়ে ভূপাতিত করেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল-আরাবিয়া বলছে, এই দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জেদ্দা এবং মক্কার দিকে ধেয়ে আসছিল। মক্কা থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে তায়েফের কাছে ক্ষেপণাস্ত্র দুটি ভূপাতিত করা হয়েছে।

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের দায়ী করে সৌদিতে এই ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে বাহরাইন। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে গত কিছুদিন ধরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিমাণ বাড়িয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী।

পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে হুথিদের এই ক্ষেপণাস্ত্র হামলার নিন্দায় সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরা পবিত্র নগরী মক্কায় হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে টুইট করেছেন।


আরো সংবাদ



premium cement
ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না

সকল