২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

যুবরাজের প্রস্তাবে রাজি না হওয়ায় খুন হন খাসোগি!

সাংবাদিক খাসোগি। - ছবি: সংগৃহীত

প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে কথা বলার পরই খাসোগিকে হত্যা করা হয়
তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভিতরে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক বিস্ফোরক সব তথ্য।

সর্বশেষ তথ্য অনুযায়ী, জামাল খাসোগিকে হত্যার আগে তার সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সালমান ও খাসোগির মধ্যকার টেলিফোন সংযোগ কেটে দেয়ার পরপরই খাসোগিকে হত্যা করা হয়। তুরস্কের পত্রিকা ডেইলি ইয়েনি সাফাক-এর প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে নিউজ.কম.এইউ।

ডেইলি ইয়েনি সাফাক তুরস্কের সরকারপন্থি পত্রিকা বলে পরিচিত। আর তাদের প্রকাশিত খবরের ও বিশ্বস্ততা রয়েছে। পত্রিকাটি জানায়, চলতি মাসের প্রথম দিকে তুরস্কের সৌদি আরবের কনসুলেটে ওয়াশিংট পোস্টের কলামিস্ট খাসোগিকে হত্যার আগ মুহূর্তে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সঙ্গে ফোনে কথা বলেন। তুরস্কের সরকারি কর্মকর্তারা এখন পর্যন্ত এ বিষয়টি যাচাই বাছাই বা প্রকাশ না করলেও ওই পত্রিকাটি এ খবর দিয়েছে। তবে এরই মধ্যে সরকারপন্থি অনেক পত্রিকা ও মিডিয়া আগেভাগে এমন সব তথ্য ফাঁস করছে, যা তদন্তে সত্য প্রমাণিত হয়েছে।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, সৌদি কনসুলেটে ঢোকার পর খাসোগিকে আটক করা হয়। এরপর মোহাম্মদ বিন সালমান ফোনে তাকে রিয়াদে ফিরে আসার জন্য রাজি করানোর চেষ্টা করেন। কিন্তু রিয়াদে ফিরে গেলেই তাকে গ্রেফতার কিংবা হত্যা করা হবে-এমন আতঙ্ক থেকেই তিনি যুবরাজের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। যুবরাজের সাথে ফোন সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পরই ঘাতকরা তাকে হত্যা করে বলে খবরে বলা হয়েছে।

 

আরো দেখুন : খাশোগি হত্যা : কে এই 'বলির পাঁঠা' সৌদি জেনারেল আসিরি?

বিবিসি, ২১ অক্টোবর ২০১৮, ১৪:১৪


তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভিতরে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায় সৌদি গোয়েন্দা দফতরের উপ প্রধান আহমেদ আল আসিরিসহ কয়েকজনকে বরখাস্ত করা হয় বলে জানিয়েছিল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।

এদের মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ট সহযোগী সৌদ আল কা‌হ্তানিও ছিলেন বলে সৌদি খবরে উল্লেখ করা হয়েছে।


১৭ দিন ধরে ক্রমাগত অস্বীকার করে যাওয়ার পর শনিবার সৌদি কর্তৃপক্ষ প্রথমবারের মত স্বীকার করেছে যে, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভিতরে জামাল খাশোগিকে হত্যা করা হয়েছে।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে ওই খবরে বলা হয়েছে, কনস্যুলেটে জামাল খাশোগি 'মারামারিতে' জড়িয়ে পড়লে তার মৃত্যু হয়।

কিন্তু কে এই সৌদি গোয়েন্দা দফতরের উপ প্রধান আহমেদ আল আসিরি?

মেজর জেনারেল আহমাদ আল আসিরিকে যুবরাজের ঘনিষ্ঠদের মধ্যে অন্যতম প্রধান একজন ব্যক্তি মনে করা হয়।

২০১৫ সালের মার্চে ইয়েমেনর সাথে যুদ্ধ শুরু হওয়ার পর আলোচনায় আসেন জেনারেল আসিরি।

ইয়েমেনে হাউছি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্ঘাতের সময় সৌদি আরবের প্রধান মুখপাত্র হিসেবে দেখা যায় তাঁকে। সেসময় বর্তমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ছিলেন সৌদি প্রতিরক্ষামন্ত্রী।

সৌদি মুখপাত্র

আরবি, ইংরেজি ও ফরাসি ভাষায় দক্ষ জেনারেল আসিরি, ইয়েমেনে সৌদি জোটের বোমা হামলার সমালোচনার জবাব দেয়ার সময় নিজের বাকপটুতায় সাংবাদিকদের মুগ্ধ করেন।

কিন্তু ২০১৭ সালের মার্চে লন্ডনে এক সফরের সময় বিক্ষোভকারীরা তার বক্তব্যের সময় ডিম ছুড়ে মাররে নিজের মেজাজ হারিয়ে বসেন আসিরি।

ওই ঘটনার একটি ভিডিওচিত্র থেকে দেখা যায়, বিক্ষোভকারীদের ছুঁড়ে মারা ডিমের আঘাতে ক্ষিপ্ত হয়ে বিক্ষোভকারীদের প্রতি অসৌজন্যমূলক ইঙ্গিত করেন আসিরি।

এর কিছুদিন পরেই সৌদি আরবেন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা 'জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেট' এর সহ-প্রধান নিযুক্ত হন।

সামরিক অভিজ্ঞতা

সৌদি গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জেনারেল আসিরির জন্ম দক্ষিণ-পশ্চিম আরবের আসির প্রদেশের মুহাইলি নামক ছোট্ট একটি শহরে। কিন্তু সৌদি সেনাবাহিনীতে অত্যন্ত গুরুত্বপূর্ণএকজন ব্যক্তি মনে করা হয় তাকে।

তার উত্থানের কারণ হিসেবে সেনাবাহিনীতে তার অবদানকে মনে করা হয়।

যুক্তরাষ্ট্রের স্যান্ডহার্স্ট ও ওয়েস্ট পয়েন্ট এবং ফ্রান্সের সেন্ট. সাইরে'র মত মর্যাদাপূর্ণ পশ্চিমা মিলিটারি অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নেয়ার অভিজ্ঞতা রয়েছে আসিরির।

অবশেষে পতন

জটিল কূটনীতিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে জেনারেল আসিরিকে দূরদর্শী ক্ষমতাসম্পন্ন এবং আস্থাশীল একজন কর্মকর্তা মনে করা হলেও জামাল খাসোগজি হত্যাকাণ্ডে তার ভূমিকা নিয়ে রহস্য রয়ে গেছে।

মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়, সাংবাদিক জামাল খাশোগিকে সৌদি আরবে জিজ্ঞাসাবদের উদ্দেশ্যে আটক করার জন্য যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মৌখিক অনুমতি পান আসিরি।

শনিবার আসিরির চাকরিচ্যুতির খবর প্রকাশের আগে নিউইয়র্ক টাইমস জানায়, সাংবাদিক জামাল খাশোগির অন্তর্ধান ও হত্যার ঘটনায় প্রতিপত্তিশালী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওপর থেকে অভিযোগের তীর সরাতে জেনারেল আসিরিকে দোষারোপ করার পরিকল্পনা করছে সৌদি আরব কর্তৃপক্ষ।


আরো সংবাদ



premium cement
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই

সকল