২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পর্নোগ্রাফী সাইট বন্ধে হাইকোর্টের নির্দেশ

-

বাংলাদেশের সকল পর্নোগ্রাফী ওয়েবসাইট ৬ মাসের জন্য বন্ধ করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি পর্নোগ্রাফী সকল ওয়েবসাইট স্থায়ী ভাবে বন্ধ করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

সোমবার এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো: আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, বিটিআরসি ও পাঁচটি মোবাইল অপারেটর কর্তৃপক্ষকে আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে গত ১১ অক্টোবর ল এন্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে পর্নোগ্রাফী সাইট বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।


আরো সংবাদ



premium cement