২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সমন্বিত ভর্তিতে আসছে না বুয়েট : এখনো সিদ্ধান্ত নিতে পারেনি জাবি

আগামী বুধবার আবার সভা ডেকেছে ইউজিসি
-

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির উদ্যোগ নেয়া হলেও শেষ পর্যন্ত সেখান থেকে পিছুটান দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। অন্য দিকে গত ১৬ ফেব্রুয়ারি একাডেমিক কাউন্সিলের সভা করেও সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এই পরিপ্রেক্ষিতে আগামী ২৬ ফেব্রুয়ারি বুধবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সব ক’টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের আবারো বৈঠকে ডেকেছে।
সরকারের ইচ্ছা এবং ইউজিসির উদ্যোগে চলতি বছর থেকেই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে একটি ভর্তি পরীার মাধ্যমে শিক্ষার্থী ভর্তির আয়োজন চলছিল। ইতোমধ্যে একাধিকবার সভা করে এ বিষয়ে সবার মতামতও নিয়েছে ইউজিসি। তবে গতকালের সিদ্ধান্ত অনুযায়ী শেষ পর্যন্ত এ প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না বুয়েট। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সমন্বিত ভর্তি পরীায় সাধুবাদ জানালেও এতে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বুয়েট।
অধ্যাপক মিজানুর রহমান বলেন, আমরা সমন্বিত ভর্তি প্রক্রিয়া নিয়ে কিছু বলতে চাই না। তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীায় আগের যে প্রক্রিয়া অবলম্বন করা হতো সেই প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী শিাবর্ষের ভর্তি পরীা অনুষ্ঠিত হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
দেশের ২৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিরা এ বিষয়ে একমত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ প্রক্রিয়ায় অংশগ্রহণে এখনো নিশ্চিত নয়। তবে তারা না এলেও বাকি সব বিশ্ববিদ্যালয় মিলে সমন্বিতভাবে ভর্তি পরীার আয়োজন করা হবে বলে জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ। গতকাল সন্ধ্যায় তিনি জানিয়েছেন, সমন্বিত ভর্তি পরীার বিষয়ে ২৮টি বিশ্ববিদ্যালয়ের ভিসি একমত হয়েছেন। আশা করছি, ২০২০-২১ শিাবর্ষ থেকেই পরীাটি আয়োজন করতে পারব। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের বিষয়ে বলতে পারছি না। তারা না এলেও আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়েছি। চলতি বছর থেকেই আমরা সমন্বিত ভর্তি পরীা নিতে প্রস্তুত। এ পরীাকে সমন্বিত বা গুচ্ছ নয় বরং ‘কেন্দ্রীয় ভর্তি পরীা’ বলেই নামকরণ করা হবে বলেও জানান তিনি। এর আগে গত ১২ ফেব্রুয়ারি ইউজিসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের ভিসিদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে তারা সমন্বিত ভর্তি প্রক্রিয়াকে সাধুবাদ জানালেও তাদের প থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। কয়েকটি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত জানাবেও বলেও ইউজিসি থেকে সময় চেয়ে নেয়। ইউজিসির ওই দিনের সভার এক সপ্তাহের মধ্যে গতকাল বুয়েটই তাদের সিদ্ধান্ত জানাল।
এ ছাড়া সবাইকে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীার আওতায় আনতে শিামন্ত্রীর সাথে গত বুধবার সব বিশ্ববিদ্যালয়ের ভিসিদের বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সেই সভাটিও বাতিল করা হয়েছে। তবে ভর্তি পরীা শুরুর আগে এ বৈঠকে বসার কথা রয়েছে বলে শিা মন্ত্রণালয় থেকে জানা গেছে।

 


আরো সংবাদ



premium cement