০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


সৌন্দর্য নির্ণয়ে বিজ্ঞান!

-

সৌন্দর্য নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। এর মাপকাঠি নিয়েও নানাজনের নানা মত। এ অবস্থায় বিজ্ঞান বলছে, মার্কিন সুপারমডেল বেলা হাদিদ বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী।
ইন্ডিয়া টিভি নিউজের অনলাইন সংস্করণের প্রতিবেদনে জানা যায়, গ্রিক অঙ্কশাস্ত্র গবেষণা করে বিজ্ঞানীরা বেলা হাদিদকে ওই উপাধি দেন। এ ক্ষেত্রে তারা ‘গোল্ডেন রেশিও অব পাই স্ট্যান্ডার্ড’ অনুসরণ করেন। এতে দেখা যায়, পারফেকশনের মাপকাঠিতে বেলার মুখই সবচেয়ে বেশি উপযুক্ত। এতে দাবি করা হয়েছে, ২৩ বছর বয়সী ওই মডেলের অবয়বের ৯৪.৩৫ শতাংশই পারফেক্ট বা নিখুঁত। তালিকার দ্বিতীয় স্থানে আছেন মার্কিন পপতারকা বিয়ন্সের নাম। তার অবয়বের ৯২.৪৪ শতাংশ নিখুঁত বলে উল্লেখ করা হয়।
গবেষণাটি পরিচালনা করেন লন্ডন ফেমাস হার্লে স্ট্রিটের কসমেটিক সার্জন ড. জুলিয়ান ডি সিলভা।
সম্প্রতি সাবেক প্রেমিকের সাথে আবারো সম্পর্ক নিয়ে বেলার নাম আলোচনায় আসে। কয়েক মাস আগে প্রেমিকের সাথে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন বেলা। তবে প্রেমের গুঞ্জনকে উড়িয়ে দিয়ে একে বন্ধুত্ব হিসেবে আখ্যায়িত করেছেন তিনি। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement