২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ছবি তোলায় চিতার থাবা

-

গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে বাঘটিকে মৃত ভেবেছিলেন স্থানীয়রা। সামনে থেকে চিতাবাঘকে দেখে তাই ছবি তোলার লোভ সামলাতে পারেননি তারা। তখনই ঘটে বিপত্তি। এলাকাবাসীর ওপর আচমকাই ঝাঁপিয়ে পড়ে চিতাবাঘটি। সোমবার ভারতের আলীপুরদুয়ারের ফালাকাটায় ঘটনাটি ঘটে।
ঘটনার দিন সকাল ১০টার দিকে ডালগাঁও চা এস্টেটের একটি গাড়িতে ধাক্কা খায় চিতাবাঘটি। এরপর আহত অবস্থায় পথের মাঝেই পড়েছিল সে। বাঘটি পাশের ডালগাঁও বন থেকে বেরিয়ে এশিয়ান হাইওয়ে পার হচ্ছিল। পরে স্থানীয়রা জড়ো হয়ে দেখতে থাকেন বাঘটিকে। মৃত ভেবে অনেকেই ছবি তুলতে শুরু করেন। সে সময় আহত বাঘ বিরক্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। বিট কর্মকর্তা প্রীতম রায় জানান, জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ওই বাঘকে উদ্ধার করেছে এবং তার চিকিৎসাও শুরু হয়েছে। প্রসঙ্গত, চিতাবাঘের ডান পা ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। তবে আক্রমণে আহত লোকটির আঘাত গুরুতর নয়। ইন্টারনেট।

 


আরো সংবাদ



premium cement