২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

শহিদুল আলমের মুক্তি চেয়েছেন জাতিসঙ্ঘের বিশেষজ্ঞরা

-

প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমের অবিলম্বে মুক্তি চেয়েছেন জাতিসঙ্ঘের মানবাধিকার বিশেষজ্ঞরা।
গতকাল জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে মানবাধিকার বিশেষজ্ঞরা বলেছেন, শহিদুল আলমের গ্রেফতার ও তার প্রতি অন্যায় আচরণ খুবই উদ্বেগের বিষয়। সুশাসন, সংস্কার ও ন্যায়বিচারের দাবিতে ছাত্র আন্দোলনের ওপর দমন-পীড়ন চালানোর প্রেক্ষাপটে শহিদুল আলমকে গ্রেফতার করা হয়েছে। এই ক্রেকডাউন থেকে সংবাদকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও রেহাই পাননি।
বিবৃতিতে শহিদুল আলমের মুক্তি চেয়ে তার ওপর চালানো নির্যাতনের অভিযোগ দ্রুত, কার্যকর ও নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানানো হয়েছে। বিশেষজ্ঞরা সংবাদকর্মীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেনÑ মানবাধিকার কর্মীদের পরিস্থিতি বিষয়ক জাতিসঙ্ঘের স্পেশাল রেপোর্টিয়ার মাইকেল ফ্রস্ট, মতপ্রকাশের স্বাধীনতাবিষয়ক স্পেশাল রেপোর্টিয়ার ডেভিড কাই ও নির্বিচারে আটকবিষয়ক ওয়ার্কিং গ্রুপের চেয়ার রেপোর্টিয়ার সাং ফিল হং।
ছাত্র আন্দোলন সম্পর্কে আলজাজিরা টেলিভিশনে দেয়া সাক্ষাৎকার ও ফেসবুক লাইভে রাখা বক্তব্যের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহিদুল আলমকে গত ৫ আগস্ট গ্রেফতার করা হয়।

 


আরো সংবাদ



premium cement