২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ক্ষুধা না লাগা

-

ক্ষুধা নষ্ট হওয়া বা ক্ষুধাহীনতা বিভিন্ন রোগের এক সাধারণ উপসর্গ। মনে করা হয়, পাকস্থলীজনিত সঙ্কোচন কিছুটা বন্ধ হওয়ার কারণে এবং একই সাথে ডিওডেনামের অংশ বিশেষের খিচুনির কারণে এমনটি হয়। তবে এসব সমস্যার সাথে কেন্দ্রীয় স্নায়ু ব্যবস্থার সংযোগ রয়েছে।
ক্ষুধাহীনতার কারণ
ষ নির্দিষ্ট কিছু অসুখ যেমন পাকস্থলীর ক্যান্সার, অগ্নাশয়ের ক্যান্সার, পিটুইটারি গ্রন্থির অপ্রতুলতা ইত্যাদি।
ষ মানসিক কারণ যেমন অবসন্নতা, উৎকণ্ঠা, আবেগজনিত অস্বাভাবিকতা ইত্যাদি।
ষ ভাইরাসজনিত লিভারের প্রদাহ, দীর্ঘস্থায়ী লিভারের বিভিন্ন রোগ।
ষ অতিরিক্ত অ্যালকোহল পান।
ষ মাদকাসক্ত।
ষ বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে।
ষ জ্বর প্রভৃতি।
চিকিৎসা
ষ কারণ অনুযায়ী চিকিৎসা করতে হবে।
ষ নির্দিষ্ট রোগের কারণে ক্ষুধাহীনতা ঘটলে সেই রোগের চিকিৎসা করতে হবে।
ষ মানসিক কারণে ক্ষুধাহীনতা ঘটলে রোগীকে আশ্বস্ত করতে হবে। প্রয়োজনে শিরাপথে স্যালাইন দেয়াসহ সাইকো থেরাপির সাহায্য নিতে হবে। মুখের রুচি বাড়ে এমন খাদ্য দিতে হবে।
লেখক : সহযোগী অধ্যাপক, অর্থোপেডিকস ও ট্রমা বিভাগ, ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। চেম্বার : পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, ২, ইংলিশ রোড, ঢাকা।
ফোন : ০১৭২২৯১৬৪৭৯ (সঞ্জয়)


আরো সংবাদ



premium cement