২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

তুলসীর গুণাগুণ

-

কালের বিবর্তনে অনেক উদ্ভিদের অনেক উপকারী দিক জানতে সক্ষম হয়েছেন-পণ্ডিতরা। তেমনি অসংখ্য গুণের অধিকারী একটি ছোট বৃক্ষ ‘তুলসী’ বাংলাদেশ তথা ভারত উপমহাদেশে এ গাছটি চিনে না এমন লোক খুব কমই মিলবে। ছোটবেলায় যখনই কোনো সনাতন ধর্মালম্বীদের বাড়ির পাশ দিয়ে যেতাম দেখতাম এটি প্রায় বাড়ির উঠানে বা আঙ্গিনায় মাটির ডিবি তৈরি করে, সাধ্যমতো একে সাজিয়ে এর মধ্যে ১টা তুলসী গাছ লাগিয়ে রাখা আছে।
আমাদের দেশে প্রচুর পরিমাণে জন্মায়। এটি ২-৩ ফুট উঁচু হয়। সাধারণত ১-৩ বছর পর্যন্ত বাঁচে। ইংরেজিতে একে Basil বলে। তুলসী Labiatac গোত্রের একটি উদ্ভিদ। ভারতীয়রা Holy Basil বলে। এ ছাড়া একে অনেক নামে চিনে অনেকে যেমন সুরমা, সুভগা, দিব্যা, মঞ্জুরিকা, ভারতী । তুলসীর যেমন অনেক গুণ তেমনি অনেক নামে চিনে, আবার এর অনেক ধরনও পরিলক্ষিত হয়। আমাদের দেশে দেখতে পাইÑ
গুণাগুণ : বাস্তবিক পক্ষেই তুলসী বৃক্ষ গুণে ভরপুর। অপরিসীম উপকার সাধনের একটি ভেষজ উদ্ভিদ। যার তুলনা শুধুই তুলসী।
আদিকথন : হিন্দুদের প্রতিটি দেবপূজাতেই তুলসী অত্যাবশ্যক। বৈষ্ণবদের কাছে তুলসীপাতা অতি পবিত্র। বিষু অমৃত মন্থনকালে জীবসমূহের উপকারার্থে সর্ব ঔষধিরস দিয়ে তুলসীকে সৃষ্টি করেন। সনাতন ধর্মাবলম্বীরা তুলসী তলার মাটিকে তাদের হরির ধুলা বলে অভিহিত করে থাকেন। একজন বিদ্যুৎবিষয়ক বিজ্ঞানী জানান- তুলসী বৃক্ষের বৈদ্যুতিক শক্তি এত প্রবল যে, জগতের কোনো বৃক্ষেরই এরূপ শক্তি নেই।
তুলসী মানবদেহের বিদ্যুৎ প্রবাহের সামঞ্জস্য রক্ষা করতে সক্ষম এবং অবস্থা বিশেষে তা বৃদ্ধি করতেও সক্ষম। বজ্রাহত অচেতন ব্যক্তির সর্বাঙ্গে দ্রুত তুলসীর রস মর্দন করলে তৎক্ষণাৎ তার দেহে বৈদ্যুতিক প্রবাহ সৃষ্টি হয়ে তার জ্ঞানসঞ্চার হয়। ঘরে ব্যবহৃত বজ্রনিবারক লৌহ শলাকা অপেক্ষা নাকি তুলসী শক্তিশালী।
এর মূল ধারণ করলে বজ্রাহত হওয়ার ভয় থাকে না। পাতাযুক্ত তুলসীর ডাল হাতে থাকলে তার গায়ে কখনোই মশা কামড়াতে পারে না।
তুলসীর রস গায়ে মাখলেও মশা কামরাতে পারে না। এটি যে স্থানে রোপিত থাকে তার চারদিকের প্রায় ২০০ গজ স্থানের বায়ু শোধিত থাকে।
তুলসী তলার মাটি পর্যন্ত তুলসীর গুণ প্রাপ্ত হয়ে থাকে।
বায়ু তুলসীর গন্ধ বহন করে যে স্থানে গমন করে তার দশদিক ও চতুর্বিধ প্রাণী পবিত্র হয়।
এর গন্ধ দ্বারা বায়ু ঔষুধি গুণসম্পন্ন হয়।
এর পাতা যে স্থানে পতিত হয়, সে স্থান পবিত্র হয়ে যায়।
লেখক : এসো: প্রফেসর, তানজিম হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, নারায়ণগঞ্জ।
চেম্বার : সিটি হোমিও ইন্টারন্যাশনাল ২৩, জয়কালি মন্দির, ঢাকা। ফোন : ০১৯১২৮৪২৫৮৮

 


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

সকল