২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সুপার কাপের শিরোপা জিতলো অ্যাথলেটিকো

-

স্প্যানিশ মিডফিল্ডার সাওল নিগুয়েচের দুর্দান্ত ভলিতে রিয়াল মাদ্রিদকে ৪-২ গোলে পরাজিত করে উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। নির্ধারিত সময়ে ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার পরে অতিরিক্ত সময়ে অ্যাথলেটিকো সাওল ও কোকের গোলে জয় নিশ্চিত করে।

এর আগে মাত্র ৪৯ সেকেন্ডে দিয়েগো কস্তার গোলে অ্যাথলেটিকো টালিনে উড়ন্ত সূচনা পায়। এটি ছিল সুপার কাপের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল। কিন্তু গ্যারেথ বেলের দারুণ ক্রসে করিম বেনজেমা হেডের সাহয্যে সমতা ফেরান। এরপর ৬৩ মিনিটে হুয়ানফ্র্যানের হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় মাদ্রিদ। স্পট কিক থেকে দলকে এগিয়ে দিতে ভুল করেননি অধিনায়ক সার্জিও রামোস। মাদ্রিদের কোচ হিসেবে এটা ছিল জুলেন লোপেতেগুইয়ের অভিষেক ম্যাচ। টাচলাইন থেকে দিয়েগো সিমিয়োনে নিষিদ্ধ থাকলেও অ্যাথলেটিকো পুরো ম্যাচেই লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। তারই ধারাবাহিকতায় ৭৯ মিনিটে কস্তা দ্বিতীয় গোল করে সমতা ফেরান। ৯৮ মিনিটে সাওলের দুর্দান্ত স্ট্রাইক অ্যাথলেটিকোকে আবারো এগিয়ে দেয়। ১০৪ মিনিটে কস্তার সহযোগিতায় ভিটোলোর বাড়ানো বলে কোকে কোন ভুল করেননি। এই গোলেই মৌসুমের প্রথম ইউরোপীয়ান শিরোপাটা ঘরে তুলে সিমিয়োনে শিষ্যরা।

দিয়েগো গোডিনের লম্বা বল থেকে রামোস ও রাফায়েল ভারানের পরে মাদ্রিদ গোলরক্ষক কেইলর নাভাসকে পরাস্ত করে ম্যাচের শুরুতেই অ্যাথলেটিকোকে এগিয়ে দেন কস্তা। মার্সেলোর বাম দিকের ক্রস থেকে মার্কো আসেনসিও ম্যাচে প্রায় সমতা এনেই দিয়েছিলেন। কিন্তু গোলরক্ষক ইয়ান ওবলাকের কল্যাণে সেযাত্রা রক্ষা পায় অ্যাথলেটিকো। ২৭ মিনিটে রাইট উইং দিয়ে বেলের ডিপ ক্রস থেকে বেনজেমার হেড ওবলাককে পরাস্ত করলে সমতায় ফিরে গ্যালাকটিকোরা।

ফ্রেঞ্চ ফরোয়ার্ড এন্টোনিও গ্রিজম্যানের ফর্মহীনতায় অ্যাথলেটিকো ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে থাকে। সেই সুযোগে পেনাল্টি থেকে রামোসের গোলে এগিয়ে যায় মাদ্রিদ। এই নিয়ে সুপারকাপে দ্বিতীয় গোল করলেন রামোস। এবার জিততে পারলে টানা তৃতীয় সুপার কাপ জেতার কৃতিত্ব দেখাতো মাদ্রিদ। কিন্তু টাচলাইনে মার্সেলোর ভুলে হুয়ানফ্র্যান ও এ্যাঞ্জেল কোরেয়ার যৌথ সহযোগিতায় কস্তা ৭৯ মিনিটে স্বাগতিকদের পক্ষে সমতা ফেরান। অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় থমাস পার্টের ক্রসে সাওল অ্যাথলেটিকোকে লিড এনে দেয়ার পরে ১০৪ মিনিটে কোকে দলের জয় নিশ্চিত করেন।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী

সকল