২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মেসি না কোচ দায়ী!

মেসি না কোচ দায়ী! - ছবি : সংগৃহীত

রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করে আর্জেন্টিনাকে জয় বঞ্চিত করেছেন দেশটির সেরা তারকা ও অধিনায়ক লিওনেল মেসি। এজন্য আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের খলনায়ক বনে যান মেসি। তবে পেনাল্টি মিসের জন্য মেসিকে দোষ দিতে নারাজ আর্জেন্টিনার কিংবদন্তি খেলোয়াড় দিয়াগো ম্যারাডোনা।

মেসির পেনাল্টি মিস নিয়ে ম্যারাডোনা বলেন, ‘আমি ধারাবাহিকভাবে পাঁচটি পেনাল্টি মিস করেছি। তবে আমি এখনো ম্যারাডোনাই আছি। পেনাল্টি মিসের পরও আমি আজ এখানে। পেনাল্টি মিস এটি কোন বিষয়ই নয়, এটা খেলারই অংশ।’

১৯৯০ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে যুগোস্লাভিয়ার বিপক্ষে ট্রাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন ম্যারাডোনা নিজেও। সেই উদাহরণ টেনেই মেসির পাশে দাঁড়ালেন ম্যারাডোনা।

১৯৭৮ সালের পর ১৯৮৬ সালে দ্বিতীয় ও শেষবারের মতো বিশ্বকাপ জয় করে আর্জেন্টিনা। সর্বশেষ বিশ্বকাপ জয় ম্যারাডোনার একক নৈপুণ্যের উপর ভর করেই পেয়েছিলো নীল-সাদা জার্সিধারিরা। তাই ৩২ বছর আগে বিশ্বকাপ জয়ের নায়কের কাছ থেকে সমবেদনাই পাচ্ছেন বিশ্ব ফুটবলের ক্ষুদে জাদুকর মেসি।

আইসল্যান্ডের বিপক্ষে মেসি নিজের সেরাটাই দেয়ার চেষ্টা করেছেন বলে মনে করেন ম্যারাডোনা। তবে আইসল্যান্ড মেসিকে কড়া পাহাড় রাখার সুফল পেয়েছে বলে জানান তিনি, ‘মেসি সব ম্যাচেই তার সর্বোচ্চ দেয়ার চেষ্টা করে। এটা ক্লাব ম্যাচ বা আন্তর্জাতিক খেলা হোক-না কেন। আইসল্যান্ডের বিপক্ষে তার সর্বোচ্চটাই দিয়েছে সে। ঠিক আমি যা করতাম। কিন্তু তাকে সব সময় প্রতিপক্ষের কয়েকজন মিলে আটকে রাখে। এভাবে সবাই মিলে আটকে রাখলে তার একার পক্ষে সাফল্য পাওয়া কঠিন।’

মেসির পাশে দাঁড়ালেও আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলির সমালোচনা করেছেন ম্যারাডোনার। সাম্পাওলির পরিকল্পনা ভালো লাগেনি তার। ম্যারাডোনা বলেন, ‘হার-জিত, ড্র দলের খেলোয়াড়দের উপর নির্ভর করে। কিন্তু দেখতে হবে দল কিভাবে ফলাফল অর্জন করছে। পরবর্তী ম্যাচে আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এখনো ঈশ্বরের ওপর বিশ্বাস রাখি আমরা পরের ম্যাচগুলোতে ভালো খেলব এবং উন্নতি করতে পারব।’

আগামী ২১ জুন ‘ডি’ গ্রুপের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা।


আরো পড়ুন :
ক্রোয়েশিয়ার জয় আর্জেন্টিনার ওপর চাপ সৃষ্টি করবে
ক্রোয়েশিয়ান তারকা মিডফিল্ডার লুকা মড্রিচ বিশ্বাস করেন শনিবার নাইজেরিয়ার বিপক্ষে তার দলের ২-০ গোলের জয় ‘ডি’ গ্রুপে ফেবারিট আর্জেন্টিনার উপর চাপ সৃষ্টি করবে।

৭১ মিনিটে মড্রিচের পেনাল্টির গোলে নাইজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপে শুভ সূচনা করেছে ক্রোয়েশিয়া। অন্যদিকে গ্রুপের প্রথম ম্যাচে পুঁচকে আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে হতাশ করেছে শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা। এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে ক্রোয়েটরা।

আগামী বৃহস্পতিবার নোভগোরোদে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। আর গুরুত্বপূর্ণ ঐ ম্যাচের আগে মড্রিচ মনে করেন তার দল কিছুটা হলেও এগিয়ে থাকবে। কাল ম্যাচ শেষে মড্রিচ বলেছেন, ‘আর্জেন্টিনা অবশ্যই শক্তিশালী দল। কিন্তু এই জয়টা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি আজেন্টাইনদের বিপক্ষেও আমরা ভালো খেলব। তবে ম্যাচটা মোটেই সহজ হবে না। তারা এই গ্রুপের ফেবারিট দল হতে পারে। একইসাথে তারা অবশ্যই জয়ের জন্য মাঠে নামবে। কিন্তু আজকের ফলাফলটা তাদের কাছে মোটেই প্রত্যাশিত ছিলনা।’

লিওনেল মেসির পেনাল্টি মিসের খেসারত দিতে হয়েছে আর্জেন্টিনাকে। আর সে কারনেই দিনের দ্বিতীয় ম্যাচে স্পট কিক থেকে শট নেবার আগে মড্রিচ নার্ভাস ছিলেনা কিনা, এমন প্রশ্নের উত্তরে এই রিয়াল মাদ্রিদ তারকা বলেছেন, ‘না, মোটেই না। আমি গোলের দিকে গুরুত্ব দিয়েছি। গোল পাওয়াতে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। এছাড়া এ ব্যপারে আর কিছুই বলতে চাই না।’

এর আগে আত্মঘাতি গোলে এগিয়ে গিয়েছিল ক্রোয়েশিয়া। সেট পিস থেকে কোন গোল না পাওয়ার বিষয়টিকে মোটেই নেতিবাচক ভাবে দেখছেন না ক্রোয়েশিয়ান কোচ জ্লাটকো ডালিচ। তিনি বলেন, জয় জয়ই, সেটা যেভাবেই হোক না কেন। কর্নার আর পেনাল্টি, উভয়ই ম্যাচেরই একটি অংশ। গুরুত্বপূর্ণ হচ্ছে সেগুলো থেকে দল গোল পাচ্ছে কিনা। এখানে ভাগ্যেরও একটি বিষয় আছে। আজ আমরা সৌভাগ্যবান ছিলাম। আমাদের আরো বেশী আক্রমনাত্মক হওয়া উচিত ছিল। কিন্তু সব মিলিয়ে এই ফলাফলে আমি সন্তুষ্ট।


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু

সকল