০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


১৫৩ ফৌজদারি মামলার আসামির জামিন বাতিল

-

জামিন নেয়ার পর রুল ও আপিল শুনানি না করায় এবং জামিন বর্ধিত না করায় ১৫৩টি ফৌজদারি বিবিধ মামলা ও আপিলে আসামিদের দেয়া জামিন বাতিল করেছেন হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ গত বৃহস্পতিবার এই রায় দেন।
এসব মামলায় আসামিরা অন্তর্বর্তীকালীন জামিন নেয়ার পর মেয়াদ বাড়ানো বা রুল শুনানির পদক্ষেপ নিচ্ছিলেন না। এতে ১৫৩টি মামলা দীর্ঘদিন ধরে ঝুলে ছিল বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন।
আদালতে আদেশের সময় রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। অন্য দিকে ওই জামিন বা আপিলের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
এ বিষয়ে এ কে এম আমিন উদ্দিন মানিক জানান, ২০১৭ সালের ১১৮টি ফৌজদারি বিবিধ মামলা ও ২০১৬ সালের ৩৫টি ফৌজদারি আপিলে আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন ও রুল নেন।
বিচারিক আদালতের আদেশের বিরুদ্ধে ফৌজদারি বিবিধ ও আপিল করে জামিন নেন। পরে আর রুল ও আপিল শুনানি করেননি বা জামিন বর্ধিতও করেননি।
তিনি বলেন, মামলার জট কমাতে এসব মামলা শুনানির জন্য কার্যতালিকায় আনা হলে শুনানি শেষে আসামিদের পক্ষে করা ফৌজদারি বিবিধ মামলার রুল ও আপিল খারিজ করে দেন হাইকোর্ট। ফলে এসব মামলার সব আসামির হাইকোর্ট থেকে পাওয়া অন্তর্বর্তীকালীন জামিন বাতিল হয়ে গেল।


আরো সংবাদ



premium cement