২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আইরিশদের বিপক্ষে আজ বাংলাদেশ

-

ইংল্যান্ডে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাক্কালে আয়ারল্যান্ডে একটি ট্রাইনেশন সিরিজ খেলেছিল বাংলাদেশ এখন থেকে দুই বছর আগে। সেখানেই সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল আইরিশদের সাথে। ১৯ মে ডাবলিনে অনুষ্ঠিত সে ম্যাচে অনায়াসেই জিতেছিল বাংলাদেশ। কিন্তু এখনকার আয়ারল্যান্ড মনে হচ্ছে সে সময়ের চেয়ে আরো বেশি পরিণত। আজ তাদের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। বিশ্বকাপের আগে চলমান ট্রাইনেশন সিরিজে আরো একটা খেলা ছিল। বৃষ্টি সেটাকে ভাসিয়ে দিয়ে গেছে। আজকের ম্যাচটিও সেই ডাবলিনে এবং সেই মে মাসেই। যদিও এ ম্যাচের গুরুত্ব নেই একেবারেই। তিন দলের এ আসরে ইতোমধ্যে ফাইনালে উঠে গেছে ওয়েস্টইন্ডিজ ও বাংলাদেশ। আয়ারল্যান্ড স্বাগতিক হয়ে ব্যর্থ। আসলে ব্যর্থ কথাটা আসছে এ অর্থে এ আসরে তারা জিততে পারেনি এক ম্যাচও। তাইতো টার্গেট আজ তাদের অন্তত এক জয়। কিন্তু বাংলাদেশ কী তা দেবে? বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরু হবে খেলাটি।
এ ম্যাচে আইরিশরা সেরা একাদশ নামাবে এটা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু বাংলাদেশ দলে থাকছে অনেক পরিবর্তন। সিনিয়র অনেকেই বিশ্রাম নেবেন। সেখানে খেলবেন রিজার্ভ বেঞ্চে থাকা ক্রিকেটাররা। কারই সবার আগে এটা যেহেতু বিশ্বকাপের প্রস্তুতির টুর্নামেন্ট। তাইতো সেরা একাদশের বাইরে থাকাদেরও পরখ করার প্রয়োজন। তবে এটাও ঠিক, কোনো দলই পরাস্ত হতে চায় না। যেহেতু এ ম্যাচও রেকর্ডের তালিকায় থাকছে। তাইতো এর সব কিছুই হিসাব-নিকাশে থাকবে। ২০১৭-এর সেই ম্যাচে আইরিশরা প্রথম ব্যাটিং করেছিল ১৮১। মুস্তাফিজ নিয়েছিলেন ৪ উইকেট। মাশরাফি ২টি। ব্যাটিংয়ে সৌম্য অপরাজিত ৮৭, তামিম ৪৭ ও সাব্বির করেছিলেন ৩৫ রান। এ ম্যাচে এরা যদি খেলেন তাহলে আরো ভালো পারফরম্যান্স করেন কি-না সেটাই দেখার বিষয়। তবে ম্যাচটা একার্থে ফাইনালের প্রস্তুতি হিসেবেও দেখছেন কেউ। উল্লেখ্য, আগামী ১৭ মে এ আসরের সেই কাক্সিক্ষত ফাইনাল।

 


আরো সংবাদ



premium cement
৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের

সকল