২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

অবসর নিলেন হোন্ডা-হাসেবে

বিশ্বকাপ, জাপান
অবসরের ঘোষণা দিয়েছেন কেইসুকে হোন্ডা ও মাকোতো হাসেবে - সংগৃহীত

শেষ’১৬ থেকে বিদায়ের সাথে সাথে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাপানের দুই মিডফিল্ডার কেইসুকে হোন্ডা ও মাকোতো হাসেবে। বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে পরাজিত হয়ে এবারের বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায় নিতে হয়েছে ব্লুা সামুরাইদের।

রোস্তোভের ওই ম্যাচটিতে মূল একাদশে না খেললেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে হোন্ডা মাঠে নেমেছিলেন। বিশ্বকাপের পারফরমেন্সের ভিত্তিতে হোন্ডা বিশ্বাস করেন, জাপানের ভবিষ্যত অনেক উজ্জ্বল। ৩২ বছর বয়সী হোন্ডা জাতীয় দলের হয়ে ৯৮টি ম্যাচে ৩৭ গোল করেছেন।

বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পরে হোন্ডা বলেছেন, ‘আজ আমরা প্রমাণ করেছি জাপানীজ ফুটবল এগিয়ে যাচ্ছে। আমি সত্যিই দারুণ খুশি। আমাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ খেলোয়াড় রয়েছে। এখন তাদের সামনে সময় এসেছে জাপানিজ ফুটবলের ইতিহাস লেখার। এটা আমার শেষ বিশ্বকাপ। এটা বাস্তবতা। সত্যি বলতে কি আমি সবাইকে নিয়ে পরের রাউন্ডে যেতে চেয়েছিলাম। কিন্তু আমি আমার কাজ করতে পারিনি। চেষ্টা করেছি নিজের সেরাটা দেয়ার জন্য।’

এদিকে ১১৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে জাপানিজ অধিনায়ক হাসেবেও অবসরের ঘোষণা দিয়েছেন। পুরো ক্যারিয়ারে সতীর্থদের যে সহযোগিতা তিনি পেয়েছেন এজন্য সবাইকে ধন্যবাদ জানাতে ভুল করেননি।

হাসেবে বলেন, ‘২০০৬ সালের পর থেকে প্রায় সাড়ে ১২ বছরের ক্যারিয়ারে আমার সতীর্থরা যেভাবে একসাথে লড়াই করেছে সেজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। একইসাথে সেই সমস্ত জাপানিজ মানুষদেরও ধন্যবাদ দিতে চাই যারা আমাকে দারুণভাবে সমর্থন করেছে। পুরো সময়টা আমার জীবনের অন্যরকম এক অধ্যায়। সবশেষে একটি কথাই বলতে চাই আমি জাপানিজ জাতীয় দলের অনেক বড় একজন ভক্ত। চলো সবাই মিলে জাতীয় দলের জন্য স্বপ্ন দেখি।’

জাপানের সামনে এখন মূল লক্ষ্য সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ২০১৯ এশিয়ান কাপ।


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট

সকল