২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বড় পরিবর্তন আসছে আর্জেন্টিনা দলে!

মস্কোয় আর্জেন্টিনা দলের অনুশীলন - ছবি : এএফপি

আইসল্যান্ডের বিরুদ্ধে জয় বঞ্চিত হওয়ার পর পরবর্তী ম্যাচ নিয়ে বেশ গুরুত্বের সাথে ভাবছেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জিততেই হবে আর্জেন্টিনাকে। তাই এই ম্যাচে নতুন কোন একাদশ দেখা যেতে পারে আকাশী-সাদাদের।
বৃহস্পতিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটিকে গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচ মনে করা হচ্ছে। তাই পরবর্তন আসতেই পারে। দলের অনুশীলনেও পাওয়া গেছে সেই আভাস। গতকাল পরিবর্তিত একাদশ নিয়ে অনুশীলন করেছেন আর্জেন্টাইন বস। তার নতুন দলে সেন্ট্রাল ডিফেন্ডার তিনজন থাকতে পারে। নিকোলাস ওটামেন্ডির সাথে থাকবেন নিকোলাস তাগিলাফিকো ও গ্যাব্রিয়েল মার্কাদো। প্রথম ম্যাচে মার্কোস রোহোর বাজে পারফরম্যান্সের কারণে তাকে এ দলে রাখা হয়নি।

অন্যদিকে গত ম্যাচে খেলা অ্যাঞ্জেল ডি মারিয়া ও লুকাস বিগলিয়াকেও দেখা যায়নি প্রথম একাদশের প্র্যাকটিসে। তাদের জায়গায় উইংব্যাক হিসেবে খেলবেন মার্কোস আকুনা ও এদুয়ার্দো সালভিও। দলে ঢুকতে পারেন আগের ম্যাচে ৭০ মিনিটের সময় বদলি হিসেবে নেমে দারুণ খেলা ক্রিশ্চিয়ান পাভন। মেসির সাথে আরেক ফরোয়ার্ড আগুয়েরো যে থাকবেন সেটি অনেকটাই নিশ্চিত। ডিফেন্সিভ মিডফিল্ডে যথারীতি থাকছেন হাভিয়ের মাসচেরানো।

দলে পরিবর্তনের বিষয়ে সংবাদ সম্মেলনে ডিফেন্ডার গ্যাব্রিয়েল মার্কাদো বলেন, 'হ্যাঁ, আমরা বিভিন্ন পদ্ধতিতে কাজ করেছি। উইংয়ে কিংবা মাঝখানে পাঁচজনের একটি লাইন বানিয়েছি আমরা। প্রতিটি ম্যাচেই কিছু না কিছু দরকার হয় এবং তা যদি পাঁচজনের লাইন হয়, তাহলে আমরা এটিই করবো। যদি এটা চারজনের লাইন হয়, তবে তাই করবো। আমাদের আর কিছুদিন বাকি আছে কিভাবে খেলবো তা ঠিক করার জন্য।

আরো পড়ুন : যেভাবে হারের বদলা নিয়েছিলেন রোনালদো
ফুটবল মাঠে তিনি চ্যাম্পিয়ন। পুরো ক্যারিয়ার জুড়ে তিনি জিতেছেন একের পর এক শিরোপা আর ব্যক্তিগত সম্মান; কিন্তু রোনালদোর এই সাফল্যের নেপথ্যে কী? সেটাই জানালেন তার সাবেক এক টিমমেট।
বিশ্বকাপের প্রথম ম্যাচেই দারুণ এক হ্যাটট্রিক করে দলকে এনে দিয়েছেন গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। স্পেনের সাথে গ্রুপের সবচেয়ে কঠিন ম্যাচটি ড্র করেছে পর্তুগাল। রোনালদের সাথে ম্যানচেস্টার ইউনাইটেডে একসাথে খেলেছেন প্যাট্রিক এভরা। দুজনের সম্পর্কটাও ছিলো দারুণ। সেই এবার প্রকাশ করেছেন সিআর সেভেনের না জানা অনেক কথা। তার পরিশ্রম, সাফল্যের ক্ষুধা আর জেদের কথা।

আইটিভি চ্যানেলকে এভরা বলেন, ‘একবার রিও ফার্ডিনান্ডের সাথে টেবিল টেনিস খেলছিলো। খেলায় রিওর সাথে হেরে যায় রোনালদো। এই পরাজয় মেনে নিতে পারেননি সিআরসেভেন। পরপর সে তার এক কাজিনকে পাঠিয়ে টেবিল টেনিসের সেট কিনে আনে বাসায়। দুই সপ্তাহ মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে আবার রিও ফার্ডিন্যান্ডের সাথে খেলতে নামেন রোনালদো। এবার সবার সামনে রিওকে পরাজিত করেন রোনালদো।’

এভরা বলেন, ‘কাজেই আমি অবাক হবো না যদি এই বিশ্বকাপে গোল্ডেন বল ও ট্রফি জেতার জেদ নিয়ে রোনালদো মাঠে নামে। কারণ সে খুবই জেদি’। রোনালদোর এই দৃঢ়চেতা মানসিকতার কথা অবশ্য অনেকেরই জানা। মেসির সাথে তার দশ বছরের প্রতিযোগীতায় অনেকবারই মেসির চেয়ে পিছিয়ে পড়ে আবার ফিরে এসেছেন। গত বছর পঞ্চমবারের মতো ব্যালন ডি’অর জেতার পর পুরস্কারটির আয়োজক ‘ফ্রান্স ফুটবল’ সাময়িকীকে বলেছিলেন, ‘আমি মেসির আগে ব্যালন ডি’অর জিতেছিলাম, এরপর সে আমাকে টপকে টানা চার বছর জিতেছে। আমি লুকাব না, সে সময় আমি দুঃখী ও রাগান্বিত ছিলাম...হতাশ হয়ে পড়েছিলাম...শুধু ছবি তোলার জন্য সেখানে যাওয়ার আগ্রহ আমার ছিল না; কিন্তু ধীরে ধীরে আমি নিজেকে বলেছিলাম, জীবনে যা কিছুর শুরু হয়, তার শেষও রয়েছে। আর ফুটবলে শেষটাই গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরেছি এবং আমি আরও চারটি ব্যালন ডি’অর জিতেছি।’

৩৩ বছর বয়সী রোনালদো এখনো প্রতিনিয়ত তার খেলার দক্ষতা বাড়িয়েই চলছেন। সাফল্যের ঝুড়িতে নিত্য যোগ হচ্ছে নতুন পালক। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৪ ম্যাচে ৪৪ গোল করে দলটিকে চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন। এভরা মনে করেন তার সাবেক সতীর্থ প্রতিনিয়ত নিজেকে আরে উচ্চতায় নিয়ে যাচ্ছেন।

আরেকটি ঘটনার কথা উল্লেখ করে এভরা বলেন, ‘আমি সবাইকে বলি রোনালদো মধ্যাহ্ন ভোজের দাওয়াত দিলে তোমরা যাবে না(হাসি)। সে আমাকে একদিন প্র্যাকটিসের পর তার বাড়িতে যেতে বলেছিলো। প্র্যাকটিসের পর আমি খুব ক্লান্ত ছিলাম। কিন্তু তার খাবার টেবিলে ছিলো শুধু সালাদ, মুরগির গোশত আর পানি। এমনকি কোন জুসও ছিলো না। খাওয়ার সময় আমি ভাবলাম এগুলো খাওয়ার পর হয়তো দুপুরের আসল খাবার আসবে; কিন্তু আর কিছু এলো না।’
এভরা বলেন, ‘ও এই খাবার খেয়েই বল নিয়ে কসরত করতে শুরু করলো রোনালদো। কয়েক মিনিট পর আমাকেও বলল তার সাথে নেমে পড়তে। আমি বললাম, মাত্রই তো খেলাম! কিন্তু তার জেদে খেলতে বাধ্য হলাম। কতক্ষণ খেলার পর সুইমিং পুলে নিয়ে গেল সাঁতার কাটতে। আমি ওকে বললাম, আমরা এখানে কেন এসেছিলাম? কাল কি আমাদের খেলা আছে? নাকি দাওয়াতে এসেছিলাম তোমার বাসায়? এরপর মজা করে এভারা বলেন, ও কাউকে খাওয়ার দাওয়াত দিলে আমি যেতে নিষেধ করি’।


আরো সংবাদ



premium cement
গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না মিয়ানমারে ফিরল সেনাসহ আশ্রিত ২৮৮ জন বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে : কাদের

সকল