২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইউক্রেনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার নির্দেশ পুতিনের

ভ্লাদিমির পুতিন - ফাইল ছবি

এবার ইউক্রেনের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েকজন রুশ নাগরিক ও কয়েকটি প্রতিষ্ঠানের বিরদ্ধে ইউক্রেন নিষেধাজ্ঞা আরোপ করার পর পুতিন এ পদক্ষেপ নিলেন।

এ বিষয়ে সোমবার ক্রেমলিনের ওয়েসাইটে পরিবেশিত খবরে বলা হয়েছে, ইউক্রেনের পক্ষ থেকে অবন্ধুসলভ আচরণের কারণে প্রেসিডেন্ট নিষেধাজ্ঞার ডিক্রিতে সই করেছেন। একই সাথে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে তাদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। বিশেষ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আলাদা রকমের ব্যবস্থা নেয়া হতে পারে বলে ওয়েবসাইটের খবরে বলা হয়েছে।

২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয় রাশিয়া। সে সময় ইউক্রেন মূলত মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট পেড্রো পোরোশেঙ্কো চলতি বছরের জুন মাসে আদেশ জারি করেন।
রাশিয়া ক্রিমিয়া দখলের সময় পশ্চিমারাসহ সমগ্র বিশ্ব তার প্রতিবাদ করলেও রাশিয়া তাতে কর্ণপাত করেনি।


আরো সংবাদ



premium cement