১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


বাবার জন্মদিনে মেয়ের গান, সাথে ইউসুফ

-

আজ উপমহাদেশের প্রখ্যাত গীতিকবি, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের ৭৭তম জন্মদিন। জন্মদিনে বড় পরিসরে বিশেষ কোনো আয়োজন না থাকলেও তার সুযোগ্য কন্যা দিঠি আনোয়ার বাবাকে জন্মদিনে একটি গান উপহার দিতে যাচ্ছেন। গাজী মাজহারুল আনোয়ারেরই লেখা সিনেমার প্রথম গান ‘আকাশের হাতে আছে এক রাশ নীল’ গানটি নতুন করে গেয়েছেন দিঠি আনোয়ার। নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন এই প্রজন্মের মেধাবী সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক ইউসুফ আহমেদ খান। বাবার জন্মদিনে বাবারই লেখা গান নতুন করে গেয়ে জন্মদিনে প্রকাশ করা প্রসঙ্গ দিঠি আনোয়ার বলেন, ‘সত্যি বলতে কি আব্বুর জন্মদিনটা সবসময়ই আমার কাছে বিশেষ কিছু। তাই এবার ভাবলাম যে আব্বুর সিনেমায় লেখা প্রথম গানটা নতুন করে গেয়ে আব্বুকে উপহার দেই। সেই ভাবনা থেকে গানটি করা। গানটি করতে আমাকে ভীষণ সহযোগিতা করেছে আমারই আদরের ছোট ভাই ইউসুফ আহমেদ খান। খুব চমৎকার পুনঃসঙ্গীতায়োজন করেছে ইউসুফ। আর আমি শ্রদ্ধেয় আঞ্জুমান আরা আন্টির প্রতি শ্রদ্ধা রেখে আমার মতো করেই গেয়েছি। আশা করছি শ্রোতা-দর্শকের গানটি ভালো লাগবে।’ গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘দিঠি তার মতো করেই গানটি গাওয়ার চেষ্টা করেছে। গানে তার নিজস্বতা রেখেই গানটি গেয়েছে। শ্রোতা-দর্শকের ভালো লাগবে আশা করছি।’ ইউসুফ বলেন, ‘এমন একটি কালজয়ী গানের পুনঃসঙ্গীতায়োজন করতে পারাও ভীষণ সৌভাগ্যের। অবশ্যই কৃতজ্ঞতা জানাই দিঠি আপাকে এবং সর্বোপরি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি শ্রদ্ধেয় গাজী স্যারকে।’ ইউসুফ আহমেদের নির্দেশনায় ‘সাউ- হ্যাকার’ পুনঃসঙ্গীতায়োজনে সহযোগিতা করেছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে ইউসুফ আহমেদের ইউটিউব টিম ‘ওয়াই বিটস’। ওয়াই বিটস ইউটিউব চ্যানেলেই দিঠির গাওয়া ‘আকাশের হাতে আছে এক রাশ নীল’ গানটি আজ সন্ধ্যায় ওয়াই বিটসে প্রকাশ পাবে। গানটি ইউটিউবে প্রকাশ পাবে গাজী মাজহারুল আনোয়ারের হাত ধরেই। আজ অনন্যা রুমার প্রযোজনায় চ্যানেল আই তারকা কথনে অংশ নেবেন গাজী মাজহারুল আনোয়ার ও দিঠি আনোয়ার। উল্লেখ্য ১৯৫৮ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘আয়না ও অবশিষ্ট’ সিনেমায় সত্য সাহার সুরে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘আকাশের হাতে আছে এক রাশ নীল’ গানটি গেয়েছিলেন আঞ্জুমান আরা বেগম।

 


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল