২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পদাতিকের ৪৩ বছর পদার্পণে মঞ্চে উঠবেন চমক তারা

-


‘নাটক হোক জীবন যুদ্ধের হাতিয়ার, নাটক হোক জীবনের প্রকাশিত সত্য’ এই স্লোগানকে ধারণ করে আজ বাংলাদেশের ঐতিহ্যবাহী নাট্যদল ‘পদাতিক নাট্য সংসদ’ ৪৩ বছরে পদার্পণ করছে। দীর্ঘ ৪৩ বছরের পথচলায় ‘পদাতিক নাট্য সংসদ’ ৪১টি নাটক প্রযোজনা করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ম্যাকবেথ, জনমাংক, কালরাত্রি, মাউস ট্র্যাপ, বেদের মেয়ে, গহনযাত্রা, সোজন বাদিয়ার ঘাট, মা, কালের যাত্রা, মনসার পালা, চন্দ্রাবতী, চক্কর, ক্ষেত মজুর খইমুদ্দিন ইত্যাদি। দলটির ৪৩ বছর পদার্পণ উপলক্ষে আজ ‘গুনজান বিবির পালা’ নাটকটির ২৬তম মঞ্চায়ন হবে রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। এই দলের হয়ে দীর্ঘ দিন ধরে একজন নিবেদিত মঞ্চাভিনেত্রী হয়ে অভিনয় করছেন অভিনেত্রী চমক তারা। এর আগে এই দলের হয়ে বেশকিছু মঞ্চ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। তবে দেশের ভেতর এবারই প্রথম তিনি ‘গুনজান বিবির পালা’ নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এর আগে কলকাতায় এই নাটকের মঞ্চায়নে অভিনয় করেছিলেন একবারই। নাটকটি রচনা ও নির্দেশনা দিচ্ছেন সায়িক সিদ্দিকী। এরই মধ্যে গেল দুই দিন নাটকটিতে অভিনয়ের জন্য চমক তারা রিহার্সেলে অংশ নিয়েছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে চমক তারা বলেন, ‘আগামীকাল থেকে আমার পরীক্ষা শুরু। কিন্তু এরই মধ্যে দলের অন্যতম একটি সময় আজ। তাই যত কষ্টই হোক আমার, আমি চেয়েছি দলের বিশেষ এই দিনটিতে দলের সাথে, দল প্রযোজিত একটি নাটকের সাথে থাকতে। যেহেতু মঞ্চ দিয়েই আমার পথচলা শুরু। তাই যত কষ্টই হোক দল ডাকলেই আমি ছুটে যাওয়ার চেষ্টা করি। গুনজান বিবির পালাতে দেশের ভেতর আমি প্রথম অভিনয় করছি। দলের সবাই আমাকে আমার চরিত্রটি যথাযথভাবে তুলে ধরার জন্য সহযোগিতা করছেন। রিহার্সেলে সবাই আন্তরিকভাবেই পাশে থাকছেন। এটাই আসলে দলের কাছ থেকে অনেক বড় পাওয়া। সত্যি বলতে কী মঞ্চ হচ্ছে অনেক বড় একটা শক্তি, আগামীর পথে এগিয়ে যাওয়ার অনেক বড় এক অনুপ্রেরণা।’ ‘গুনজান বিবির পালা’ নাটকে চমক তারা অভিনয় করবেন শেফালী চরিত্রে। আজ জাতীয় নাট্যশালার মূল থিয়েটারে সন্ধ্যা ৭টায় চমক তারা অভিনীত ‘গুনজান বিবির পালা’ নাটকটির মঞ্চায়ন হবে। চমক অভিনীত প্রথম টিভি নাটক সৈম নজরুল পরিচালিত ‘মহল্লার ভাই’। বর্তমানে তিনি আল হাজেনের ‘হুলস্থুল ও ‘ছায়াছবি’, সাঈদ তারেকের ‘লাইফ পার্টনার ডটকম’ ধারাবাহিকে অভিনয় করছেন। তার অভিনীত প্রথম সিনেমা মুকুল নেত্রবাদী পরিচালিত ‘মা বাবা সন্তান’। তিনি আরো অভিনয় করেছেন ‘মাস্তান ও পুলিশ’, ‘ভালোবাসতে চায় মন’, ‘দেশ আমার’, ‘প্রিয়ার জন্য মরতে পারি’,‘ চটপটি’ সিনেমায়। ২৩ সেপ্টেম্বর জন্ম নেয়া চমক তারা প্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, আর তার জীবনে অভিনয়ের আদর্শটা হোক কিছুটা হলেও তারই মতো। নতুনদের মধ্যে অভিনয়ে পুরোপুরি সিদ্ধহস্ত হয়তো চমক নন কিন্তু ভিন্ন মাত্রার চরিত্রগুলোতে ভরসা করার মতো সম্ভাবনা সৃষ্টি করেছেন তিনি।
ছবি : আলিফ রিফাত

 


আরো সংবাদ



premium cement