২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রুনা লায়লার জন্মদিনে বিশেষ আয়োজন

-

উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আগামী ১৭ নভেম্বর। বাংলাদেশের গর্ব রুনা লায়লার জন্মদিনকে ঘিরে কলকাতার জনপ্রিয় বাংলা চ্যানেল ‘স্টার জলসা’ বিশেষ এক আয়োজন করেছে। ২০১৬ সাল থেকে ‘স্টার জলসা’য় নিয়মিতভাবে প্রচার হয়ে আসছে পারিবারিক গল্পের ধারাবাহিক নাটক ‘কে আপন কে পর’। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র জবা। জবা চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা। তিনি রুনা লায়লাকে তার জীবনের আদর্শ হিসেবে অন্যতম একজন ভাবেন। তাই তাকে অনুপ্রাণিত করতে এবং রুনা লায়লাকে তারই জন্মদিনে বিশেষ শ্রদ্ধা জানাতে স্টার জলসা এই উদ্যোগ নিয়েছে। গত বুধবার রুনা লায়লা কলকাতা পৌঁছেছেন। গত বৃহস্পতিবার দিনব্যাপী কলকাতার টালিগঞ্জের একটি স্টুডিওতে রুনা লায়লাকে নিয়ে ‘কে আপন কে পর’ ধারাবাহিকের বিশেষ পর্বের দৃশ্য ধারণ করা হয়। মুঠোফোনে কলকাতা থেকে রুনা লায়লা বলেন, ‘আমার জন্মদিনকে ঘিরে স্টার জলসার উদ্যোগে ‘কে আপন কে পর’ ধারাবাহিকের বিশেষ এই আয়োজনকে আমি স্বাগত জানাই। আমাকে নিয়ে বিশেষ এই পর্ব নির্মাণের জন্য স্টার জলসা এবং এই ধারাবাহিকের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এমন একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক প্রচারের সময়কালে আমারই জন্মদিনে আমার উপস্থিতির বিষয়টি আমার জন্য অনেক ভালোলাগার। তা ছাড়া জবা চরিত্রে অভিনয় করা পল্লবী শর্মাসহ পুরো ‘কে আপন কে পর’ টিমকে অনুপ্রাণিত করতে পারার মধ্যেও আমার নিজেরই ভালো লাগছে। কারণ একজন শিল্পী হিসেবে আমার দায়বদ্ধতার জায়গা থেকেই এই ধারাবাহিকের বিশেষ পর্বে উপস্থিত হয়ে তাদের কাজের স্পৃহাকে আরো বাড়ানোর চেষ্টা করেছি মাত্র। আমি সত্যিই ভীষণ সম্মানিত বোধ করছি এই কারণে যে, আমার জন্মদিনকে ঘিরেই এই বিশেষ আয়োজন করা।’ আগামী ১৭ নভেম্বর স্টার জলসায় রুনা লায়লার জন্মদিনে রুনা লায়লাকে নিয়ে ‘কে আপন কে পর’র পর্বটি প্রচার হবে বলে জানান রুনা লায়লা। রুনা লায়লা জানান, শুটিং শেষে আজ তিনি ঢাকায় ফিরবেন। রুনা লায়লা আরো নিশ্চিত করেছেন, আগামী ২২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-ভারতের দিবা-রাত্রির টেস্ট ম্যাচ শুরুর আগে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন রুনা লায়লা। বিষয়টি গতকালই নিশ্চিত করেছেন রুনা লায়লা। রুনা লায়লা একজন সঙ্গীত পরিচালক হিসেবে নিজের অভিষেক ঘটান চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায়। এই সিনেমায় তার সুরে গাজী মাজহারুল আনোয়ারের লেখা ‘গল্প কথার ওই কল্পলোকে জানি’ গানটিতে কণ্ঠ দিয়ে প্রশংসিত হয়েছেন আঁখি আলমগীর।
ছবি : গোলাম সাব্বির


আরো সংবাদ



premium cement
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী

সকল