২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বিজ্ঞাপনে জুটি হলেন শবনম এলিন

-

তৃতীয়বারের মতো বিজ্ঞাপনে জুটিবদ্ধ হলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম পারভীন ও কৌতুকাভিনেতা এলিন। মেধাবী বিজ্ঞাপন নির্মাতা তারিকুল ইসলামের নির্দেশনায় জয় ডিটারজেন্ট পাউডার ও সাবানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন তারা দুইজন। বিজ্ঞাপনটিতে গল্পের প্রয়োজনে মানিকগঞ্জের বেতিলা জমিদার বাড়িতে এরইমধ্যে বিজ্ঞাপনটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। বিজ্ঞাপনটিতে গল্পের প্রয়োজনে মডেল হিসেবে আরো ছিলেন সুহৃদ জাহাঙ্গীর, গোলাম মাওলা, নূসরাত লিয়াসহ আরো অনেকে। বিজ্ঞাপনটি নির্মাণ প্রসঙ্গে তারিকুল ইসলাম বলেন, ‘এর আগেও একই প্রোডাক্টের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছিলেন শবনম আপা ও এলিন। আগের বিজ্ঞাপনটি দর্শক সমাদৃত হয়েছিল। তাই কোম্পানির প্রচারের স্বার্থে আবারো আমাকে নতুন একটি বিজ্ঞাপন নির্মাণের কথা বলায় তাদের দুইজনকে নিয়েই আবারো নতুন গল্পে বিজ্ঞাপনটি নির্মাণ করেছি। এবারের বিজ্ঞাপনটি আরো বেশি সাড়া ফেলবে বলে আমি মনে করি।’ শবনম পারভীন বলেন, ‘এই নিয়ে তারিকুল ইসলামের নির্দেশনায় দ্বিতীয়বার বিজ্ঞাপনে আমার কাজ করা। তারিক বেশ গুছিয়ে পরিকল্পনা করেই কাজ করে। আমার বিশ^াস আগের বিজ্ঞাপনটির মতো এই বিজ্ঞাপনটিও বেশ সাড়া ফেলবে।’ জামালপুরের সন্তান শফিউল আলম তালুকদার এলিন রাগ বলেন, ‘ধন্যবাদ তারিক ভাইকে আমাকে আবারো বিজ্ঞাপনে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। নতুন বিজ্ঞাপনটির গল্প ভাবনাটা আমার কাছে ভালো লেগেছে।’ এলিনের ছোট দুই ভাই নিপু ও সপুও অভিনয়ে ব্যস্ত। নির্মাতা তারিকুল ইসলাম জানান, শিগগিরই বিজ্ঞাপনটি দেশের প্রায় সব চ্যানেলে একযোগে প্রচারে আসবে। এদিকে শবনম পারভীন নির্দেশিত ও অভিনীত ‘হুরমতি’ সিনেমাটি শিগগিরই সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেয়া হবে বলে জানান। শবনম পারভীন অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ দু’টি সিনেমা হচ্ছে ‘মায়াবিনী’ ও ‘দত্তা’। এরইমধ্যে তিনি শেষ করেছেন শ্রাবণ চক্রবর্তী দীপুর নির্দেশনায় ‘কাঁদে মন কাঁদে ভালোবাসা’ টেলিফিল্মের কাজ।
ছবি : মোহসীন আহমেদ কাওছার।

 


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড ‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের

সকল