০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


প্রশংসায় ভাসছেন মেহজাবিন চৌধুরী

-

গেল পয়লা ফাল্গুনে এবং ভালোবাসা দিবসে এই সময়ের নন্দিত নাট্যাভিনেত্রী মেহজাবিন চৌধুরী পরিচালিত বেশ কয়েকটি নাটক, টেলিফিল্ম বিভিন্ন চ্যানেলে এবং ইউটিউবে প্রচার হয়। তার মধ্যে যে নাটকগুলো দর্শকের মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে সেগুলো হচ্ছে বিইউ শুভর ‘ফার্স্ট লাভ’, মাবরুর রশীদ বান্নাহর ‘ছোট্ট পাখির বাসা’, মাহমুদুর রহমান হিমির ‘আন এক্সপেক্টেড স্টোরি’, ‘মিস আন্ডার স্ট্যান্ডিং’, মিজানুর রহমান আরিয়ানের ‘ভালো থেকো তুমিও’, প্রবীর রায় চৌধুরীর ‘ফ্রেমে বন্দী ভালোবাসা’ এবং মহিদুল মহিমের ‘টু মাচ লাভ’ নাটকে দর্শকের সবচেয়ে বেশি সাড়া মিলেছে। এ নাটকগুলোই দর্শক পয়লা ফাল্গুন থেকে ভালোবাসা দিবস পেরিয়ে যাওয়ার পরও মেহজাবিন ভক্ত-দর্শকেরা বেশিই উপভোগ করছেন। বি ইউ শুভর ‘ফার্স্ট লাভ’র মেহজাবিন তরুণ দর্শকের মনে আবারো ঝড় তুলেছেন। তাই এই নাটকটি দেখার প্রতি দর্শকের আগ্রহ বেড়েই চলেছে। আবার একেবারেই ভিন্ন ধরনের একটি চরিত্রে অভিনয়ের জন্য মাবরুর রশীদ বান্নাহর ‘ছোট্ট পাখির বাসা’ নাটকে অভিনয়ের জন্য একজন জাত অভিনেত্রী হিসেবে বেশ আলোচিত হচ্ছেন মেহজাবিন চৌধুরী। আবার যেকোনো চরিত্রে অভিনয়ের জন্যও যে মেহজাবিন নিজেকে পরিপক্ব করে তুলেছেন তাও নতুন করে প্রমাণ করেছেন প্রতিটি নাটকে। বিশেষত মাহমুদুর রহমান হিমির ‘আন এক্সপেক্টেড স্টোরি’ নাটকে দর্শক মেহজাবিনকে দেখেছেন একেবারেই ভিন্নরূপে। ‘ফার্স্ট লাভ’ এবং ছোট্ট পাখির বাসা’ নাটকে মেহজাবিনের বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও ‘আনএক্সপেক্টেড স্টোরি’ নাটকে তার বিপরীতে আছেন আফরান নিশো। এবারের নাটকগুলোতে অভিনয় এবং দর্শক সাড়া প্রসঙ্গে মেহজাবিন চৌধুরী বলেন, ‘আরো বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছিলাম। কিন্তু সেসব নাটক প্রচার হয়নি। প্রচারে এলে দর্শকের কাছ থেকে আরো বেশি সাড়া পাওয়া যেত, এটা আমার বিশ্বাস। তবে তারপরও যেসব নাটক প্রচার হয়েছে, তাতে দর্শকের কাছ থেকে যে সাড়া পাচ্ছি তাতে মুগ্ধ আমি। কারণ দর্শকের কথা ভাবনায় রেখেই আমি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করি। দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ। সেই সাথে যারা আমাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমার প্রতিটি নাটকের সহশিল্পীর প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা।’ এ দিকে আগামীকাল থেকে আবারো নাটকের কাজ শুরু করবেন মেহজাবিন চৌধুরী। সে দিন তিনি ইরফান সাজ্জাদের সাথে অভ্রর নির্দেশনায় একটি নাটকের কাজ করবেন।


আরো সংবাদ



premium cement
গফরগাঁওয়ে লরিচাকায় পিষ্ট হয়ে নারী নিহত রোহিঙ্গা গণহত্যা : মিয়ানমারের বিরুদ্ধে মামলার দ্রুত নিরসনে আশাবাদী বাংলাদেশ-গাম্বিয়া দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সাংবাদিকদের সুরক্ষায় প্রতিটি দেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান জলবায়ু সঙ্কট মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন জোরদারের আহ্বান এডিবি প্রেসিডেন্টের কেজরিওয়ালের জামিনের সম্ভাবনায় আশা দেখছে বিরোধী জোট ব্যাটে-বলে দারুণ নৈপুণ্যে সহজ জয় বাংলাদেশের কারামুক্ত মামুনুল হকের মামলা সম্পর্কে যা জানা যাচ্ছে চাকরি জাতীয়করণসহ ২ দাবি গ্রাম পুলিশের টেকনাফে চেয়ারম্যান প্রার্থীর সমাবেশ লক্ষ্য করে গুলিবর্ষণ আবারো বৃষ্টিতে বন্ধ খেলা

সকল