২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আজ ও কাল মাছরাঙায় দেবী

-

আজ পয়লা ফাল্গুন। আর এই বিশেষ দিনে রাত সাড়ে ৭টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে গত বছরের সবচেয়ে ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র ‘দেবী’। ছোট পর্দার দর্শকরা আজ কোনোভাবে ছবিটি দেখতে মিস করলেও চিন্তার কোনো কারণ নেই। কাল রাত সাড়ে ৭টায় মাছরাঙার পর্দাতেই আবার প্রচারিত হবে চঞ্চল চৌধুরী, জয়া আহসান, শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকের অভিনীত এই ছবিটি। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা বিখ্যাত চরিত্র মিসির আলীকে নিয়ে প্রথম উপন্যাস ‘দেবী’। আর এই জনপ্রিয় উপন্যাস নিয়ে গত ১৯ অক্টোবর মুক্তি পেয়েছিল অনম বিশ্বাস পরিচালিত সরকারি অনুদান ও অভিনেত্রী জয়া আহসানের প্রযোজনা সংস্থা সি তে সিনেমা প্রযোজিত চলচ্চিত্র ‘দেবী’। মুক্তির দিন থেকে এখন পর্যন্ত দেশ ও দেশের বাইরের প্রেক্ষাগৃহে সমান তালে চলছে ছবিটি। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়ায় বাংলা চলচ্চিত্রের মধ্যে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে ছবিটি। এ ছাড়া পরিবেশক, বুকিং এজেন্ট, হল মালিকদের থেকে পাওয়া তথ্য অনুসারে ‘দেবী’ বাংলাদেশে গত বছরের সবচেয়ে ব্যবসাসফল ও জনপ্রিয় ছবি। ‘দেবী’ এখন ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও সীমান্ত সম্ভারে, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে প্রতিদিন মোট ১০টি প্রদর্শনী চলছে। এ ছাড়া এ মাসেই মধ্য প্রাচ্যের বেশ কয়েকটি দেশে ‘দেবী’ বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। এত জনপ্রিয় একটি চলচ্চিত্রের ছোট পর্দায় প্রদর্শনী প্রসঙ্গে এ ছবির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘দেবী’র স্্রষ্টা মরহুম হুমায়ূন আহমেদ। তার জন্মদিন ১৩ নভেম্বর। ১৩ তারিখটি এ কারণে বেছে নেয়া। তা ছাড়া স্যারকে দেখেছি ফাল্গুন কিংবা বসন্তে তিনি কোনো না কোনো আয়োজনের সাথে যুক্ত থাকতেন। তার বিখ্যাত চরিত্র হিমুদের নিয়ে অনুষ্ঠান করতেন। এই বিশেষ দিনটি আমরা কিংবা মাছরাঙা টেলিভিশন মিস করতে চাইনি। তা ছাড়া বাড়ির অনেক দর্শকই আছেন, যারা প্রেক্ষাগৃহে আসার সময় পান না কিংবা সুযোগ করে উঠতে পারেন না। ‘দেবী’ সর্বস্তরের সব শ্রেণীর দর্শকের জন্য আমরা নির্মাণ করেছি। আর তাই সব মাধ্যমে ছবিটি ছড়িয়ে দেয়ার জন্য আমরা চেষ্টা করে যাব। আশা করছি, বড় পর্দার মতো ছোট পর্দার দর্শকও ‘দেবী’ উপভোগ করবেন।

 


আরো সংবাদ



premium cement
থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের ‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা

সকল