২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বিব্রত ববিতা

-

দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতার কোনো ফেসবুক আইডি নেই বলে স্পষ্ট জানিয়েছেন ববিতা নিজে। গতকাল সকালে কানাডা থেকে মুঠোফোনে ফেসবুকে তার আইডি নিয়ে ভীষণ উদ্বেগ প্রকাশ করে ববিতা এর জোর প্রতিবাদ জানিয়ে ভুয়া ফেসবুক আইডির জন্য যে প্রতিনিয়ত বিব্রত হচ্ছেন তা জানান তিনি। ইলিয়াস কাঞ্চন, সামিনা চৌধুরী, চঞ্চল চৌধুরী, আহমেদ রুবেল, সোহানুর রহমান সোহান, শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার, সামিরা আব্বাসী, ফেরদৌস ওয়াহিদ, ফারজানা চুমকী, রেসি, জনার মতো অনেক তারকা ববিতার নামে দু’টি ভুয়া আইডির সাথে বন্ধু হয়ে আছেন। সংস্কৃতি অঙ্গনের অনেকেই না জেনে এ দু’টি ফেসবুক আইডির সাথে তারকারা না জেনে না বুঝে যুক্ত আছেন বিধায় অনেকেই একের পর এক এ দু’টি ফেক আইডিতে ববিতার সাথে বন্ধু হচ্ছেন। কিন্তু বিষয়টি নিয়ে ববিতা বেশ উদ্বেগ প্রকাশ করছেন এবং ফরিদা আক্তার ববিতা নামে দু’টি আইডি বন্ধের জন্য সবাইকে রিপোর্ট করতে বিশেষ অনুরোধ করেছেন। ববিতা বলেন, ‘আমি আমার মতো করেই জীবনযাপন করতে পছন্দ করি। আমার চলাফেরা, আমার চিন্তাভাবনা, আমার ভালো লাগা, মন্দ লাগা ফেসবুকে প্রকাশ করতে হবে বিষয়টি এমন নয়। তা ছাড়া আমি অভ্যস্তও নেই। যতটুকু প্রয়োজন ততটুকুর জন্যই নিজেকে সময়ের চাহিদায় গড়ে তোলার চেষ্টা করি আমি। কিন্তু আমার নামে দুটো ভুয়া ফেসবুক আইডি প্রকাশ করে যারা প্রতিনিয়ত আমার হয়ে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দিচ্ছেন, উসকানিমূলক কথা লিখছেন তা মোটেও কাম্য নয়। আমি একজন শিল্পী। রাজনীতিকে আমি শ্রদ্ধা করি, কিন্তু আমি রাজনীতি করি না। যা হোক আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছেও বিশেষভাবে অনুরোধ করব বিষয়টির দিকে দৃষ্টি দেয়ার জন্য। একজন শিল্পীকে অযথা হয়রানির মধ্যে ফেলা কারোরই উচিত নয়।’ এ দিকে চলতি মাসের শেষের দিকে কানাডা থেকে দেশে আসার কথা থাকলেও আসছেন না ববিতা। ববিতা বলেন, এখানে তো আমি আমার একমাত্র ছেলে অনিকের সাথে সময় কাটাই। তাই ভাবলাম আরো কয়েকটা দিন সময় কাটিয়ে নভেম্বরের শেষেই না হয় দেশে ফিরব। এ দিকে গেল ৮ জুলাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ সালে ববিতা ‘আজীবন সম্মাননা’ লাভ করেন তিনি। বর্তমানে তিনি চলচ্চিত্রে অভিনয় থেকে অনেকটা দূরেই আছেন বলা চলে। সর্বশেষ তিনি নারগিস আক্তারের নির্দেশনায় ‘পুত্র এখন পয়সাওয়ালা’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর তাকে আর নতুন কোনো চলচ্চিত্রে অভিনয়ে দেখা যায়নি। তবে গল্প ও ভালো চরিত্র পেলে তিনি অভিনয় করবেন বলেও জানান।

 


আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল