২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

একই নাটকে হীরা ও অর্ষা

-

ছোটপর্দার নির্মাতা রাশেদ রাহা তার প্রথম চলচ্চিত্র ‘নোলক’র কাজ প্রায় শেষই করেছেন। কিন্তু চলচ্চিত্রের কাজের পাশাপাশি তার প্রচার চলতি ধারাবাহিকের কাজও যেমন তাকে করতে হচ্ছে অনুরূপভাবে খণ্ড নাটকও তাকে নির্মাণ করতে হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে মাছরাঙা টিভিতে প্রচারের জন্য রাশেদ রাহা নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘মি. হ্যান্ডসাম’। নাটকটি রচনা করেছেন খায়রুল বাশার নির্ঝর। গাড়ি চুরির কাহিনী নিয়েই মূলত এই নাটকের গল্প। গাড়ি চুরির কারণে ক্ষতিগ্রস্ত হন হীরা ও অর্ষা। হীরা ও অর্ষা এবারই প্রথম এমন একটি গল্পে অভিনয় করেছেন। এরই মধ্যে রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউজে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে হীরা বলেন, ‘এই নাটকটির গল্প একেবারেই অন্যরকম। একটি গাড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে নাটকের গল্প এগিয়ে যাবে। প্রায় বহু বছর পর রাশেদ রাহার নির্দেশনায় কাজ করলাম। খুব ভালো হয়েছে কাজটি। অর্ষার সঙ্গে আমি প্রথম কাজ করলাম। অর্ষা অভিনয়ে বেশ ভালো করছে। আমরাতো আসলে একই প্লাটফরম থেকে এসেছি, তাই আমাদের মধ্যে মিষ্টি একটা সম্পর্ক রয়েছে।’ অর্ষা বলেন,‘মি. হ্যান্ডসাম নাটকটির গল্পই মূলত আমাকে কাজটি করতে আগ্রহী করে তুলেছে। রাশেদ রাহা চেষ্টা করেছেন নাট্যকারের ভাবনাকে আমাদের চরিত্রগুলোর মধ্য দিয়ে গল্পটাকে ফুটিয়ে তুলতে। আমি, হীরা আমরা সবাই চেষ্টা করেছি যার যার মতো চরিত্রগুলো আমাদের অভিনয় দিয়ে ফুটিয়ে তুলতে। আশা করছি কাজটি ভালো হয়েছে।’ নির্মাতা রাশেদ রাহা জানান, শিগগিরই নাটকটি মাছরাঙা টিভিতে প্রচার হবে। এ দিকে হীরা অভিনীত ইমরান পরিচালিত ‘ডন’ ধারাবাহিক নাটকটি শিগগিরই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এ ছাড়া মুরাদ পারভেজের নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এরই মধ্যে তিনি কানাডা থেকে দেশে ফিরেছেন। সেখানে তিনি আলতাফ হোসেনের নির্দেশনায় নাটকের কাজ করেছেন। এ দিকে অর্ষা নিয়মিত সকাল আহমেদের নির্দেশনায় ‘ভদ্রপাড়া’,‘ মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী’ নামের দু’টি নতুন ধারাবাহিকের কাজ করছেন। আফজাল হোসেনের নির্দেশনায় নাম্বার ওয়ান কনডেন্সড মিল্ক এবং অমিতাভ রেজা চৌধুরীর নির্দেশনায় হুইল পাউডারের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার বেশ কয়েক বছর পরও আর কোনো নতুন বিজ্ঞাপনে তাকে দেখা যায়নি অর্ষাকে। খুব বেশি আগ্রহ যে এখোনো আছে তা নয়। তবে ভালো প্রোডাক্টের বিজ্ঞাপনে কাজ করার প্রস্তাব পেলে তিনি ভেবে দেখবেন, এমনটাই জানালেন অর্ষা।
ছবি : মোহসীন আহমেদ কাওছার

 


আরো সংবাদ



premium cement
দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত

সকল