১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


শেষে দেশে ফিরলেন আশিক

-

বাংলাদেশে ফোক গানে এই সময়ে যে শিল্পী এই সময়ে প্রতিনিধিত্ব করছেন তিনি হচ্ছেন আশিক। গত এপ্রিল থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত পাঁচটি দেশে আশিক ১২টি শো শেষ করে দেশে ফিরেছেন। দেশগুলো হচ্ছে সুইজারল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স, ইংল্যান্ড ও কানাডা। তবে এই পাঁচটি দেশের মধ্যে এই সফরেই তিনি কানাডাতে গিয়ে শো করেছেন পরপর দুইবার। বেলজিয়াম ও ফ্রান্সে এবারই প্রথম তিনি শো করেছেন। ইংল্যান্ডে এই নিয়ে অষ্টমবারের মতো শো করতে গিয়েছিলেন তিনি। আশিক জীবনে প্রথম দেশের বাইরে শো করেন অস্ট্রেলিয়াতে। এরপর আরো বহু দেশ ঘুরেছেন তিনি স্টেজ শোর বদৌলতে। তবে এবারের সফর ছিল ছয় মাসের এবং বেশ স্মরণীয়। প্রতিটি শোই ছিল প্রবাসী বাঙালিদের নিমন্ত্রণে। আশিক বলেন, ‘স্টেজ শো’র বদৌলতে এবারের বিদেশ সফর ছিল আমার জীবনের স্মরণীয়। প্রতিটি দেশে প্রতিটি শোতে প্রবাসী বাঙালিদের মধ্যে বাংলা গান শোনার মধ্যে যে দুর্নিবার আকর্ষণ দেখেছি তা আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছে। জীবনের প্রয়োজনে দেশের বাইরে থাকেন অনেকেই। কিন্তু তারা যে শেকড়কে ভুলে যাননি তা নিজের চোখে দেখে এসেছি বিভিন্ন দেশে বাংলাদেশীদের মধ্যে। দেশে ফেরার আকুতি কাজ করে তাদের মধ্যে প্রতিমুহূর্তে। তাই গানে গানে সেই কষ্ট ভুলিয়ে দেয়ার চেষ্টা করি আমি। আমি এবারের সফর নিয়ে ভীষণ সন্তুষ্ট। আয়োজকদের প্রতিও কৃতজ্ঞতা।’ আশিক জানান তিনি ভীষণ গর্বিত লন্ডনে অনুষ্ঠিত সর্ববৃহৎ ‘বৈশাখী মেলা’ এবং কানাডায় অনুষ্ঠিত ‘বিশ্ব সিলেট সম্মেলন’-এ সঙ্গীত পরিবেশন করতে পেরে। আশিক জানান ‘বিশ্ব সিলেট সম্মেলন’-এ তিনি অংশগ্রহণ করতে পেরেছেন দেবব্রত দে তমালের আন্তরিকতায়। এরই মধ্যে দেশে ফিরে আশিক ব্যস্ত হয়ে উঠেছেন দুটি অ্যালবামের কাজে। রাধা রমণ এবং বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১৬টি গান নিয়ে তিনি ভিন্ন দুটি অ্যালবাম প্রকাশ করবেন। এ ছাড়া তিনি ফোক গানের একটি পূর্ণাঙ্গ অ্যালবামও প্রকাশ করতে যাচ্ছেন নতুন ১২টি গান নিয়ে। আশিকের একক অ্যালবামগুলো হচ্ছে ‘সোনা বন্ধুর গান’,‘ উজানধরল’,‘ বাউলা আশিক’,‘ মিছে সংসার’ ও ‘বিনোদিনী’। আশিক প্রথম প্লে-ব্যাক করেন ‘এক জনমের কষ্টের প্রেম’ চলচ্চিত্রে।


আরো সংবাদ



premium cement
খাদ্য মূল্যস্ফীতির চক্রে নিম্ন আয়ের মানুষ স্বর্ণের অলঙ্কার বিক্রিতে মজুরি ৬ শতাংশ ফ্রান্সে কারা কর্মকর্তাদের হত্যা করে প্রিজনভ্যান থেকে আসামি ছিনতাই নিউ কালেডোনিয়ায় সহিংসতার পর কারফিউ, বন্ধ বিমানবন্দর থাইল্যান্ডের কারাগারে অনশনে থাকা তরুণীর মৃত্যু ভারতীয় পত্রিকার রিজার্ভ চুরির খবর মিথ্যা : বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রীর ছবি ব্যঙ্গোক্তি করে ফেসবুকে পোস্ট, যুবলীগ নেতা গ্রেফতার রাফা ক্রসিং বন্ধের জন্য মিসরকে দায়ী করল ইসরাইল দেশের মাটি ধরে রাখাই এখন অনেক কঠিন : কিয়েভ কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ ডোনাল্ড লু'র সফর নিয়ে আ'লীগ ও বিএনপিতে এত কথাবার্তা কেন?

সকল