১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


অপূর্ব তিশার তুমি আমার হবে

-

আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের জন্য নাটক ও চলচ্চিত্র নির্মাতা এস এ হক অলিক নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘তুমি আমার হবে’। এই নাটকে একসঙ্গে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গত ৯ ও ১০ জুলাই রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকটিতে অপূর্বকে দেখা যাবে ফুয়াদ চরিত্রে এবং তানজিন তিশাকে দেখা যাবে সীমানা চরিত্রে। নাটকটির গল্প রচনা করেছেন পরিচালক নিজেই। এস এ হক অলিক বলেন, ‘প্রেম ভালোবাসা চিরন্তন ব্যাপার। কিন্তু প্রেম নামক সম্পর্কের কারণে একে অন্যকে শুধু চাইলেই হবে না। পরিবারের দিক ভেবে নিজেকে যোগ্য করে তুলে তারপরই নিজেদের সম্পর্কের পরিণতি ঘটাতে হবে। এমনই বিষয় তুমি আমার হবে নাটকে তুলে ধরা হয়েছে।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘অলিক ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। যেহেতু তিনি নিজে গল্প লিখেন তাই নিজের মতো করেই তিনি অনেক যতœ নিয়ে নাটক নির্মাণ করেন। যথারীতি এই নাটকের ক্ষেত্রেও তাই হয়েছে। আমার সঙ্গে তানজিন তিশার খুব কম কাজই হয়েছে। এখন অভিনয়ে তিশা আগের চেয়ে সিরিয়াস হয়েছে। এটা ধারাবাহিকভাবে ধরে রাখলে সামনে আরো ভালো করতে পারবে।’ তানজিন তিশা বলেন, ‘গেলো রোজার ঈদের আগে অপূর্ব ভাইয়ার সঙ্গে জীবন নামের একটি নাটকে অভিনয় করেছিলাম। এটার জন্য এখনো বেশ সাড়া পাচ্ছি। কিন্তু ভালো সাড়া পেলেও গেলো ঈদে অপূর্ব ভাইয়ার সঙ্গে কোনো নাটকে অভিনয় করা হয়নি। তবে কোরবানির ঈদে অপূর্ব ভাইয়ার সঙ্গে বেশ কয়েকটি নাটকে দেখা যেতে পারে। তুমি আমার হবে নাটকে অপূর্ব ভাইয়ার সঙ্গে বেশ স্বাচ্ছন্দ্যতা নিয়েই কাজ করেছি। নাটকটির গল্প আমার ভালোলেগেছে। অলিক ভাই অনেক যতœ নিয়ে নাটকটি নির্মাণ করেছেন। আশাকরি এই নাটকটিও দর্শকের খুব ভালোলাগবে।’ আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা এস এ হক অলিক জানান। গেলো ঈদে অপূর্ব অভিনীত শিহাব শাহীন পরিচালিত ‘শেষ পর্যন্ত’ নাটকে অপূর্বর অনবদ্য অভিনয় দারুণ প্রশংসিত হয়। এ ছাড়াও আশফাক নিপুণের ‘হয়তো তোমার কাছেই যাব’ নাটকে অভিনয়েল জন্যও প্রশংসিত হয়েছেন। গেলো ঈদে তানজিন তিশা মাবরুর রশীদ বান্নাহর ‘চশমায় লেগে থাকা ভালোবাসা’ ও শিহাব শাহীনের ‘এই শহরে কেই নেই’ নাটকের জন্য বেশি সাড়া পান।


আরো সংবাদ



premium cement
বিশ্বের সবচেয়ে ধনী ভিক্ষুক, মোট সম্পত্তি ৭.৫ কোটি ভারতের কোভ্যাক্সিনেও রয়েছে দীর্ঘমেয়াদি পার্শ্বপ্রতিক্রিয়া ইসরাইল সরকারে ভয়াবহ দ্বন্দ্ব : নেতানিয়াহুকে গাঞ্জের পদত্যাগের আলটিমেটাম রাফায় ইসরাইলি হামলা, সরে যেতে বাধ্য হয়েছে ৮ লাখ ফিলিস্তিনি চেন্নাইকে বিদায় করে বেঙ্গালুরুর ‘অবিশ্বাস্য’ প্লে অফ মনের মিনার ভেঙে পড়েনি মার্কিন প্রশাসনের ‘বাকস্বাধীনতা’র মুখোশ শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী

সকল