০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


শুরু হচ্ছে পূজার প্রেম আমার টু

-

রায়হান রাফি পরিচালিত ‘জাজ মাল্টিমিডিয়া’ প্রযোজিত ‘পোড়ামন টু’র ব্যাপক দর্শকপ্রিয়তায় যেন আনন্দে ভাসছেন এই সিনেমার নায়িকা পূজা চেরী। ঈদের দিন থেকে এখন পর্যন্ত পূজা অভিনীত এই সিনেমাটি দেখার জন্য এখনো দেশের নানান এলাকার সিনেমা হলে দর্শক ভিড় করছেন। বিশেষ করে সিনেমার পর্দায় পূজা ও সিয়ামের অনবদ্য প্রেম রসায়ন উপভোগ করতেই দর্শক একেরও অধিকবার সিনেমা হলে গিয়ে সিনেমাটি উপভোগ করছেন। দর্শকের সঙ্গে সরাসরি হলে বসে সিনেমা দেখার জন্যও পূজা ও সিয়াম ছুটে যাচ্ছেন দেশের নানান অঞ্চলে। যেমন এরই মধ্যে পূজা ও সিয়াম কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, সাভার, গাজীপুর’সহ ঢাকার বেশ কয়েকটি সিনেমা হলে দর্শকের সঙ্গে বসে সিনেমাটি উপভোগ করেছেন। যদিও পূূজা নিজেই এই সিনেমার নায়িকা কিন্তু তারপরও বারবার নিজের অভিনীত সিনেমা দেখেও যেন আবেগাপ্লুত হয়ে পড়েন পূজা। দর্শক তার অভিনয়ের প্রেমে পড়েছেন তা দেখে যেন আনন্দে ভাসছেন পূজা। এরই মধ্যে রায়হান রাফি পরিচালিত ‘জাজ মাল্টিমিডিয়া’ প্রযোজিত ‘দহন’ সিনেমার কাজও প্রায় শেষ করেছেন পূজা ও সিয়াম। শিগগিরই গানের শুটিংয়ে অংশ নেবেন তারা দু’জন। গানের কাজ শেষ হলেই শেষ হয়ে যাবে ‘দহন’। আগামী ঈদে মুক্তির প্রস্তুতি নিতে থাকবে পূজার ‘দহন’। এ দিকে আগামী ১০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পূজা অভিনীত ‘প্রেম আমার টু’ সিনেমার কাজ। এটি নির্মাণ করছেন রাজ চক্রবর্তী ও বিদুলা ভট্টাচার্য। এর আগে শিলিগুড়ি এবং কলকাতায় এর অর্ধেক কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজ শেষ হবে ঢাকা ও তার আশপাশের এলাকায়। পূজা বলেন, ‘বিগত বেশ কয়েক দিন দহন সিনেমার কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। এই সিনেমায় আমি আশা চরিত্রে অভিনয় করছি। আশা এমনই একটি চ্যালেঞ্জিং চরিত্রে যে চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি নিজেই চরিত্রের প্রেমে পড়ে বারবার কেঁদেছি। খুব ভালো একটি কাজ হচ্ছে দহন। আমি এই সিনেমা নিয়েও দারুণ আশাবাদী। প্রেম আমার টু’র গল্পটাও চমৎকার। সেপ্টেম্বরে আবারো এই সিনেমার কাজ করতে যাচ্ছি। আর একটি কথা না বললেই নয়, আমার মা ঝর্ণা রায় আমাকে সবসময়ই পাশে থেকে সহযোগিতা করেছেন। মায়ের এই অবদান কোনো কিছুর সাথেই তুলনা করার মতো নয়। মা পাশে না থাকলে কোনোভাবেই এতটা পথ আমার আসা সম্ভব হতো না।’ উল্লেখ্য ‘প্রেম আমার টু’তে পূজার বিপরীতে আছেন কলকাতার আদৃত।


আরো সংবাদ



premium cement
ঢাকা-জয়দেবপুর রুটে সকল ট্রেন চলাচল বন্ধ মুরাদনগরে আর্সি নদীতে নির্মাণ করা বাঁধ অপসারণ নওগাঁয় ইট ভাঙার মেশিনের চাপায় নিহত ১ গণতন্ত্র-সুশাসনের জন্য সর্বশেষ লড়াইয়ের প্রস্তুতি নেয়ার আহ্বান রিজভীর বাংলাদেশে পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের রেজিস্ট্রিবিহীন হজ পালন কমাতে নতুন পদক্ষেপ ঘোষণা সৌদি আরবের নির্বাচনের কথা আপনাদের মুখে মানায় না : মির্জা আব্বাস তেল আবিবে ইরাকি গ্রুপের হামলা ফিলিস্তিন সঙ্কট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুসলিম উম্মাহ : পররাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ কোভিড ভ্যাকসিনে মস্তিষ্কে ক্ষতি, মামলা জয়ে এগিয়ে ভুক্তভোগী

সকল