২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মানতাসার অন্যরকম ঈদ

-

লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৮- চ্যাম্পিয়ন মিম মানতাসার জন্য তার জীবনের অন্যতম একটি ঈদ কেটেছে। কারণ এবারের ঈদের আগেই তিনি এই রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছেন। আবার এই ঈদে তিনি তিনটি নাটকে অভিনয় করেছেন


এবারের ঈদুল ফিতরটা ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০১৮-এর চ্যাম্পিয়ন মিম মানতাসার জন্য তার জীবনের অন্যতম একটি ঈদ হয়েছে। কারণ এবারের ঈদের আগেই তিনি এই রিয়েলিটি শোতে চ্যাম্পিয়ন হয়েছেন। আবার এবারের ঈদে তিনি তিনটি নাটকে অভিনয় করেছেন। প্রথমবারের মতো টিভি পর্দায় মানতাসার অভিনয় দেখা গেছে এবারের ঈদে। চিত্রনায়ক ইমনের সঙ্গে এবারই প্রথম নাটকে অভিনয় করেছেন মানতাসা। তুহিন হোসেনের নির্দেশনায় ‘টোনাটুনির প্রেম’ নাটকে মানতাসা অভিনয় করেছেন। নাটকটি গতকাল আরটিভিতে প্রচার হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে ইমন বলেন, ‘মানতাসা অভিনয়ে নতুন। প্রতি মুহূর্তে অভিনয় শেখার আগ্রহ আছে তার মধ্যে। এ আগ্রহটা যদি সে ধরে রাখতে পারে তাহলে এক দিন অভিনয়ে তার আলাদা অবস্থান তৈরি হবে নিশ্চয়ই।’ মানতাসা বলেন, ‘এ নাটকের শুটিং যখন করি তখন তুহিন ভাই অনেক অসুস্থ ছিলেন। কিন্তু তার পরও তিনি অসুস্থতা নিয়েই শুটিং করেছেন। নাটকটির গল্প খুব সুন্দর। আমি অভিনয়ে একেবারেই নতুন। কিন্তু ইমন ভাই ও তুহিন ভাই আমাকে খুউব সহযোগিতা করেছেন। এরই মধ্যে নাটকটির ব্যাপারে দর্শকদের কাছ থেকেও বেশ ভালো সাড়া পাচ্ছি। আমার কাছে ভালো লাগছে এ ভেবে যে দর্শকেরও নাটকটি ভালো লেগেছে।’ এবারের ঈদে আরো দুটো নাটকে দেখা যাবে মানতাসাকে। নাটক দুটো হচ্ছে ফেরদৌস হাসানের ‘বিবাহ কলহ’ এবং মুস্তাফা কামাল রাজের ‘ভবঘুরে’। মানতাসার মিমের গ্রামের বাড়ি পাবনা শহরের কফিল উদ্দিন পাড়ায়। ঈদ ঢাকাতে করলেও ঈদের পর সেখানে যাবেন বেড়াতে। মা নতাসার বাবা আবদুল আউয়াল। মা গুলশান আরা বেগম। মানতাসা নামটি রেখেছেন তারই ফুফু আমেনা খাতুন। মানতাসার দুই বোন সুইটি ও স্নিগ্ধা এবং একমাত্র ভাই রিফাত। রিফাতের উৎসাহেই মূলত লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায় নাম দেয়া। পরে মেজো বোন স্নিগ্ধাও তাকে খুব উৎসাহ দিয়েছেন। সব মিলিয়েই মানতাসা নিজেকে নিজের পছন্দের জায়গায় নিয়ে আসতে পেরেছেন। একজন সত্যিকারের অভিনেত্রী হওয়ারই স্বপ্ন দেখেন মানতাসা। মানতাসা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের ফাইনাল ইয়ারের ছাত্রী। তার প্রিয় অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা ও নূসরাত ইমরোজ তিশা ও প্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।


আরো সংবাদ



premium cement