২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সাংবাদিকদের মোটরসাইকেল-ব্যক্তিগত গাড়ি চলবে না

- সংগৃহীত

ঢাকার আসন্ন দুই সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের জন্য কোনও স্টিকার ইস্যু করা হবে না বলে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে তাতে এখনও পরিবর্তন আসেনি। ঢাকায় দুই সিটি নির্বাচন উপলক্ষে গত ১১ জানুয়ারি নির্বাচন কমিশন সাংবাদিকদের জন্য নির্বাচনের সংবাদ সংগ্রহের নীতিমালা প্রকাশ করে। তাতে এ বিষয়টি উল্লেখ করা হয়। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে বুধবার জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো: আলমগীর।

ইসি সূত্রে জানা যায়, বুধবার (২২ জানুয়ারি) বিকেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ইসির সভায় ব্যক্তিগত গাড়ির ব্যবহারের বিষয়টি শিথিল করার বিষয়ে আলোচনা হয়। অনেক ভোটার নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় থাকায় তাদের সুবিধার কথা চিন্তা করে ইসির পক্ষ থেকে ব্যক্তিগত গাড়ি চলতে দেয়ার বিষয়ে পরামর্শ চাওয়া হয়। কিন্তু, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এটি করা যাবে না।

পুলিশ জানায়, ঢাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা প্রায় ৩ লাখ। এই গাড়িগুলো চলাচলের অনুমতি দেয়া হলে ট্রাফিক পুলিশের পক্ষে দায়িত্ব পালন করা কঠিন হয়ে যাবে। তাই পুলিশের পক্ষ থেকে ব্যক্তিগত গাড়ি চলাচলের অনুমতি না দিতে পরামর্শ দেয়া হয়। আর নির্বাচন কমিশন সেটি মেনে নিয়েছে বলেও জানান ইসি সচিব মো. আলমগীর।

এদিকে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহার নিয়ে বুধবারের সভায় কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন ইসি সচিব। তিনি বলেন, সাংবাদিকদের অবশ্যই স্টিকার দেয়া হবে তবে মোটরসাইকেলকে দেয়া হবে না। বিষয়টি আমরা কমিশনকে জানাবো, কমিশন বিবেচনা করে দেখবে।


আরো সংবাদ



premium cement
মুজিবনগরে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৩ বাগেরহাটের রামপালে ট্রাকের চাপায় নিহত ৩ ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব

সকল