২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কত ভোটের ব্যবধানে কারা নির্বাচিত হলেন

- ফাইল ছবি

বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে শেষ হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ক্ষমতাসীন জোট  আবারো এনির্বাচনে বিপুল ব্যাবধানে এগিয়ে আছে। নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন....

নাটোর-৩ সিংড়া আসনে বাংলাদেশ আ’লীগ মনোনিত প্রার্থী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নৌকা প্রতীকে ১১৮টি কেন্দ্রে মোট ভোট পেয়েছেন ২ লাখ ৩০ হাজার ৮৮১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত প্রার্থী দাউদার মাহমুদ ধানের শীষ প্রতীকে মোট ভোট ৮ হাজার ৭৫০।

মেহেরপুর-১ আসনে ১ লাখ ৬৯ হাজার ২শ ৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন দোদুল (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ অরুণ (ধানের শীষ) পেয়েছেন ১২ হাজার ৯শ ৫৯ ভোট।

মেহেরপুর-২ আসনে ১ লাখ ৬৯ হাজার ১৪ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহিদুজ্জামান খোকন (নৌকা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন (ধানের শীষ) পেয়েছেন ৭ হাজার ৯শ ভোট।

কুষ্টিয়া-২ আসনে নৌাকার প্রার্থী হাসানুল হক ইনু পেয়েছেন ২ লাখ ৮২ হাজার ৬শ ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী আহাসান হাবিব লিংকন পেয়েছেন ৩৫ হাজার ৭শ ৫১ ভোট।

চট্টগ্রাম ৬ (রাউজান) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবিএম ফজলে করিম চৌধুরী। ৮৪টি কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩১ হাজার ৪৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জসিম সিকদার পেয়েছেন ২ হাজার ৩০৭ ভোট।

জামালপুর ৩ আসনে বিজয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী মির্জা আজম। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৩, ৮৬, ৮২৮ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৪, ৬৬৬ ভোট।

নীলফামারী ২ (সদর) আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী আসাদুজ্জামান নূর বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তিনি ভোট পেয়েছেন এক লাখ ৭৭ হাজার ৬৫৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে মনিরুজ্জামান মন্টু পেয়েছেন ৭৯ হাজার ৪৮৪টি।

বগুড়া ২ (শিবগঞ্জ) আসনে মহাজোট প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ লাঙল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৩৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী নাগরিক ঐক্যের আহ্বায়ক ধানের শীষের প্রার্থী মাহমুদুর রহমান মান্না পেয়েছেন ৬৯ হাজার ৬০২ ভোট।

একাদশ সংসদ নির্বাচনে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে নৌকা মার্কার প্রার্থী বিজয়ী হয়েছে।
মাগুরা-১ আসনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর নৌকা প্রতিকে পেয়েছেন ২ লাখ ৭৪ হাজার ১৩০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো: মনোয়ার হোসেন খান ধানের শীষ প্রতিকে পেয়েছেন ১৬ হাজার ১৬৭ ভোট।

মাগুরা-২ আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ড. বিরেন শিকদার নৌকা প্রতিকে ২ লাখ ৩০ হাজার ১১২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী পেয়েছেন ৬৫ হাজার ৮শ’ ২৮ ভোট।

গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এস এম জিলানী পেয়েছেন ১২৩ ভোট।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ১ লাখ ৮৮ হাজার ৬ শত ৫০ ভোট পেয়ে বেসরকারি ভাবে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় জোট প্রার্থী ধানের শীষ প্রতীকে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ পেয়েছেন ১৫ হাজার ৮ শত ৯১ ভোট ।

নড়াইল-২ আসনে ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মুর্তজা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪ হাজার ৯০৪ ভোট।

নড়াইল-১ আসনে ১ লাখ ৮২ হাজার ৫২৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী কবিরুল হক মুক্তি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম পেয়েছেন ৮ হাজার ৯১৯ ভোট।

ঠাকুরগাঁও ২ আসনে নৌকা প্রতীকে ২ লাখ ২৪ হাজার ৩১৬ ভোট পেয়ে আলহাজ দবিরুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক আব্দুল হাকিম পেয়েছেন ৪ হাজার ৩২৮।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ প্রার্থী জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২ লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট।

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ২ লাখ ৮২ হাজার ৮৬৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. জসিম হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮৯৪ ভোট।

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞ্জা) আসনে মহাজোট মনোনীত প্রার্থী জাতীয় পাটি হুসাইন মোহাম্মদ এরশাদের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা লে: জে: (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী লাঙ্গল প্রতিক নিয়ে ২ লক্ষ ৯০ হাজার ২১১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। আর নিকটতম প্রতিদ্বন্দ্বী আকবর হোসেন ধানের শীষ প্রতিক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৬৭ টি ভোট।

ঝিনাইদহ ১ শৈলকুপা আসন থেকে নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল হাই ২লাখ ২১ হাজার ৬৪৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট তম বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতিক নিয়ে এ্যাডঃ আসাদুজ্জামান ৫হাজার ৭৯ ভোট পেয়েছেন।

বান্দরবান আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং ১ লাখ ৪২ হাজার ৬৩৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী পেয়েছেন ৫৮৪৮৭ ভোট।

গোপালগঞ্জ ১ মুকসুদপুর-কাশিয়ানী আসনে ৩ লাখ ৩ হাজার ২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬২ ভোট।

নাটোর ৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে আওয়ামীলীগের প্রার্থী অধ্যাপক আব্দুল কুদ্দুস নৌকা প্রতীকে ২ লাখ ৮৬ হাজার ২ ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. আলাউদ্দিন মৃধা (লাঙ্গল) ৬ হাজার ৯৭৯ ভোট পেয়েছেন।

চুয়াডাঙ্গার ১ নৌকা প্রতীকের সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন ৩ লাখ ২৫ হাজার ২৩৪ ভোট পেয়ে নির্বচিত হয়ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের শরিফুজ্জামান শরিফ পেয়েছেন ২৪ হাজার ৪০৩ ভোট।

চুয়াডাঙ্গা ২ আসনে নৌকা প্রতীক নিয়ে হাজী আলী আজগর টগর ২ লাখ ৯৯ হাজার ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাহামুদ হাসান খান বাবু পেয়েছেন ২৭,৫৯২ ভোট।

শরীয়তপুর ১ (পালং জাজিরা) আসনে আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু ২ লাখ ৭২ হজার ৯ শত ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিন কালু পেয়েছেন ১ হাজার ১৪৪ ভোট।

শরীয়তপুর ২ (নড়িয়া-সখিপুর) আসনে ২ লাখ ৭৯ হাজার ৬ শত ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একে এম এনামুল হক শামীম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী শফিকুর রহমান কিরণ পেয়েছেন ২ হাজার ১ শত ৫৮ ভোট।

শরীয়তপুর ৩ (গোসাইরহাট-ডামুড্যা-ভেদরগঞ্জ) আসনে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতিকের প্রার্থী নাহিম রাজ্জাক ২ লাখ ১৭ শত ৪শত ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রার্থী মিয়া নুরুদ্দিন অপু পেয়েছেন ২ হাজার ৬ শত ৫৬ ভোট।

কুষ্টিয়া ১ (দৌলতপুর) আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকার প্রার্থী আ ক ম সরোয়ার জাহান বাদশা ২ লাখ ৭৬ হাজার ৯৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু পেয়েছেন ৩ হাজার ৪২০ ভোট।

কুষ্টিয়া ৩ (সদর) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ২ লাখ ৯৬ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পেয়েছেন ১৪ হাজার ৩৭৯ভোট।

কুষ্টিয়া ৪ (কুমারখালী-খোকসা) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সেলিম আফতাব জর্জ ২ লাখ ৭৮ হাজার ৮৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী পেয়েছেন ১২ হাজার ৩১৯ ভোট।

নারায়ণগঞ্জ ৩ (সোনারগাঁও) আসনে ১ লাখ ৯৭ হাজার ৭৮৫ ভোট পেয়ে মহাজোট প্রার্থী জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির আজহারুল ইসলাম মান্নান ধানের শীষ প্রতীকে ১৮ হাজার ৪৭ ভোট পেয়েছেন।

ভোলা ১ সদর আসনে আ’লীগ প্রার্থী তোফায়েল আহমেদ ২ লাখ ৪২ হাজার ২১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর ৭ হাজার ২২৪ ভোট।

ভোলা ২ আসনে আ’লীগ প্রার্থী আলী আজম মুকুল ২ লাখ ২৬ হাজার ১২৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির হাফিজ ইব্রাহিম পেয়েছেন ১৩ হাজার ৯৯৯ ভোট।

ভোলা ৩ আসনে আ’লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন ২ লাখ ৫০ হাজার ৪১১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা মো: মোসলে উদ্দিন পেয়েছেন ৪ হাজার ৫৫ ভোট। এখানে বিএনপি প্রার্থী মেজর অব হাফিজ উদ্দিন পেয়েছেন ২ হাজার ৫০২ ভোট।

ভোলা ৪ আসনে আ’লীগ প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ২ লাখ ৯৯ হাজার ১৫০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন প্রার্থী এ্যাড. মহিবুল্লাহ পেয়েছেন ৬ হাজার ২২২। এখানে বিএনপির নাজিম উদ্দিন আলম পেয়েছেন ৫ হাজার ৪৭ ভোট।

পিরোজপুর ২ আসনে মহাজোট মনোনিত প্রার্থী জাতীয়পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার মঞ্জু বাই সাইকেল প্রতীক নিয়ে ১ লাখ ৭৯ হাজার ৪শ ৮৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য ফ্রন্ট মনোনিত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে লেবারপার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান পেয়েছে ৬ হাজার ৩শ ৮৪ জন।

চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নৌকা প্রতিকের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২ লাখ ৬১ হাজার ৬৬৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতিকের প্রার্থী নুরুল আমিন পেয়েছেন ৩ হাজার ৯৯১ ভোট।

গাজীপুর ৪ কাপাসিয়া আসনের আওয়ামী লীগ প্রার্থী সিমিন হোসেন রিমি নৌকা প্রতীকে ২ লাখ ৩ হাজার ২৫৮ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র শাহ রিয়াজুল হান্নান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৫৮২ ভোট।

টাঙ্গাইল ১ (মধুপুর-ধনবাড়ী) আসনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী ড. আব্দুর রাজ্জাক ২ লাখ ৭৯ হাজার ৬৮৭ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী সরকার শহিদ পেয়েছেন ১৬ হাজার ৪০৬ ভোট।

টাঙ্গাইল ২ (গোপালপুর-ভূঞাপুর) আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী তানভীর হাসান ছোট মনির ২ লাখ ৯৩ হাজার ৩৩২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু পেয়েছেন ১১ হাজার ১৪৯ ভোট।

টাঙ্গাইল ৩ (ঘাটাইল) আসনে আওয়ামীলীগের প্রার্থী আতাউর রহমান খান ২ লাখ ৩৮ হাজার ৯৫১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী লুৎফর রহমান খান আজাদ পেয়েছেন ৮ হাজার ৫৭০ ভোট।

টাঙ্গাইল ৪ (কালিহাতী) আসনে নৌকা প্রতীেেকর প্রার্থী হাছান ইমাম খান সোহেল হাজারী ২ লাখ ২৪ হাজার ১২ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলী পেয়েছেন ৩৪ হাজার ৩৮৮ ভোট।

টাঙ্গাইল ৫ (সদর) আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছানোয়ার হোসেন ১ লাখ ৬১ হাজার ৮০০ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মাহমুদুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ৩৫৮ ভোট।

টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে আওয়ামীলীগের প্রার্থী আহসানুল ইসলাম টিটু ২ লাখ ৮৫ হাজার ৩০৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গৌতম চক্রবর্তী পেয়েছেন ৪০ হাজার ৩২৪ ভোট।

টাঙ্গাইল ৭ (মির্জাপুর) আসনে নৌকার প্রার্থী একাব্বর হোসেন ১ লাখ ৬৪ হাজার ৫৯১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী পেয়েছেন ৮৭ হাজার ৯৪৯ ভোট।

টাঙ্গাইল ৮ (সখীপুর-বাসাইল) আসনে আওয়ামীলীগের প্রার্থী জোয়াহেরুল ইসলাম জোয়াহের ২ লাখ ৮ হাজার ৩৩৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী পেয়েছেন ৭২ হাজার ২১১ ভোট।

ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বিএইচ হারুন ১ লাখ ৩১ হাজার ৫১৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ভাইস চেয়ারম্যান দলীয় প্রার্থী ব্যরিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তম পেয়েছেন ৬ হাজার ১৫১ ভোট।

জামালপুর-৪ সরিষাবাড়ী আসনে আওয়ামীলীগ দলীয় মনোনীত প্রার্থী ডাঃ মুরাদ হাছান নৌকা প্রতিক নিয়ে ২ লাখ ১৭ হাজার ১৯৮ ভোট পেয়ে বে-সরকারী ভাবে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদদ্বী লাঙ্গল প্রতিককে জাতীয় পার্টীর প্রার্থী মুখলেছুর রহমান বস্তু পেয়েছেন ১ হাজার ৫৯৩ ভোট।

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম ২ লাখ ৭৭ হাজার ৫৮৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী রেজাউল করিম খান চুন্নু পেয়েছেন ৫০ হাজার ৪শ’ ভোট।

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নূর মোহাম্মদ। তিনি পেয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৮৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন পেয়েছেন ৫১ হাজার ৩২৩ ভোট।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মহাজোট প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী মুজিবুল হক চুন্নু। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩৯ হাজার ৬১৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী জেএসডি’র ড. মুহাম্মদ সাইফুল ইসলাম পেয়েছেন ৩১ হাজার ৭৮৬ ভোট।

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিক। তিনি পেয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৩৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান পেয়েছেন ৪হাজার ৮শ’ ভোট।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী মো. আফজাল হোসেন। তিনি পেয়েছেন ২ লাখ ২ হাজার ৮৭৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবাল পেয়েছেন ২৯ হাজার ১৫০ ভোট।

কিশোরগঞ্জ-৬ (কুলিয়ারচর-ভৈরব) আসনের নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী নাজমুল হাসান পাপন। তিনি পেয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৯০৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মো. শরীফুল আলম পেয়েছেন ২৭ হাজার ৯১৪ ভোট।

ঝিনাইদহ ১ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রাথী মোঃ আব্দুল হাই ২ লাখ ২২ হাজার ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে বিএনপি প্রার্থী এ্যাডভোকেট আসাদুজ্জামান ৬ হাজার ৬৬৮ ভোট পেয়েছেন।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে এক লাখ ৮০ হাজার ৪১৮ ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফরিদুল হক খান বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এ. ই. সুলতান মাহমুদ বাবু পেয়েছেন ১৬ হাজার ৭২১ ভোট।

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে দুই লাখ ১৭ হাজার ১৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মুরাদ হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মোখলেছুর রহমান বস্তু পেয়েছেন এক হাজার ৫৯৩ ভোট।

কুমিল্লা-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল (নৌকা প্রতীক) ২ লাখ ৪০ হাজার ৫৪৪ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী আবদুল মালেক রতন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৭ হাজার ৯৫৮ ভোট।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে আওয়ামী লীগের জুয়েল আরেং বিজয়ী হয়েছেন, প্রাপ্ত ভোট : ২,৫৮,৯২৩ ভোট। নিকটতম আফজাল এইচ খান (বিএনপি প্রাপ্ত ভোট : ২৮,৬৩৮ ভোট।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে শরীফ আহমেদ ২,৯১,৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম বিএেনপির মো. শাহ শহীদ সারোয়ার পেয়েছেণ ৬২,২৩৩ ভোট।

ময়মনসিংহ-৩ (ফুলপুর-তারাকান্দা) আসনে আওয়ামী লীগের নাজিম উদ্দিন আহামেদ ১৫৯৩০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম বিএনপির এম ইকবাল হোসেইন পেয়েছেণ ২৪৫১৯ ভোট।

ময়মনসিংহ-৪ (সদর) আসনে জাপার রওশন এরশাদ ২,৪৪,৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম বিএনপির মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ পেয়েছেন১,০৩,৭৫৩ ভোট।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে আওয়ামী লীগের কে এম খালিদ ২,৩২,৫৬৩ ভোট পেয়ে জয়ী হয়েঠেছন। নিকটতম বিএনপির মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ২২,২০৩ ভোট।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে আওয়ামী লীগের মো. মোসলেম উদ্দিন ২,৪০,৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম বিএনপির শামছ উদ্দিন আহমদ পেয়েছেন ৩২,৩৩২ ভোট।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে আওয়ামী লীগের মো. হাফেজ রুহুল আমিন মাদানী ২,০৪,৭৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম বিএনপির ডা. মাহবুবুর রহমান পেয়েছেন ৩৬,৪০৮ ভোট।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে জাপার ফখরুুল ইমাম ১,৫৬,৭৬৯ ভোট পেয়ে গণফোরামের এ এইচ এম খালেকুজ্জামান পেয়েছেন ৩৪,০৬৩ ভোট।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগের আনোয়ারুল আবেদিন খান তুহিন ২,২৭,০৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম বিএনপির খুররম খান চৌধুরী পেয়েছেন ২০,৮৫৮ ভোট।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আওয়ামী লীগের ফাহমী গোলন্দাজ বাবেল ২,৮১,২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম এলডিপির সৈয়দ মাহবুব মোরশেদ পেয়েছেন ৩,১৭৫ ভোট।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে আওয়ামী লীগের কাজিম উদ্দিন আহামেদ ২,২২,২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । নিকটতম বিএনপির ফকরুদ্দিন আহমেদ পেয়েছেন ২৬,৮৯৬ ভোট।


আরো সংবাদ



premium cement