২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

১৫ ডিসেম্বরের পর জেলায় যাবে সশস্ত্র বাহিনীর টিম : সিইসি

সহযোগিতা করার নির্দেশ পুলিশ সুপারদের 
বক্তব্য রাখছেন সিইসি কে এম নুরুল হুদা - ছবি : নয়া দিগন্ত

আগামী ১৫ ডিসেম্বরের পর প্রতি জেলায় সশস্ত্র বাহিনীর ছোট টিম যাবে জানিয়ে তাদেরকে সহযোগিতা করার জন্য পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন সিইসি কে এম নুরুল হুদা। পাশাপাশি অহেতুক কাউকে হয়রারি না করার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, এ ব্যাপারে বিরোধী দল থেকে অভিযোগ আসছে।

আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সাথে দিকনির্দেশনা সভায় সিইসি এ কথা বলেন। এসময় সকল কমিশনার, সচিব, পুলিশের আইজি ও ডিএমপি কমিশনার উপস্থিত ছিলেন।

সিইসি বলেন, ‘আপনারা সশস্ত্র বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবেন। আর আপনাদের বিরুদ্ধে অভিযোগ এলেই ব্যবস্থা নেব এমনটি নয়। যাচাই করা হবে। ফলে আতংকের কিছু নেই।’

তিনি বলেন, ‘এবার ভিন্ন প্রেক্ষাপটে নির্বাচন হচ্ছে। আমাদের কারণে যেন নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় সে দিকে নজর রাখতে হবে।’


আরো সংবাদ



premium cement