২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

রিটার্নিং কর্মকর্তাদের সাথে সভা না করতে মন্ত্রিপরিষদকে নির্দেশনা ইসির

রিটার্নিং কর্মকর্তাদের সাথে সভা না করতে মন্ত্রিপরিষদকে নির্দেশনা ইসির - সংগৃহীত

রিটার্নিং কর্মকর্তারা হলেন এখন ইসির অধীনে। তাদেরকে ডেকে নিয়ে মিটিং না করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগ ও সরকারের সংশ্লিষ্টকে চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশন।

আজ বিকেলে অনুষ্ঠিত কমিশন সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানান। কমিশন সভা শেষে সন্ধ্যায় নিবাচন ভবনে ব্রিফিং এ সচিব এ তথ্য জানান।

উল্লেখ্য, বিএনপি অভিযোগ করেছে, ১৩ নভেম্বর ইসি থেকে যখন রিটার্নিং কর্মকর্তারা স্ব স্ব জায়গায় ফেরত যাচ্ছিলেন, তখন জরুরি ভিত্তিতে তাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তলব করা হয়। তখন তারা সেখানে গিয়ে বৈঠক করেন।

সচিব বলেন, এটা আমাদের জানা নেই। তবে এইসব কর্মকর্তারা তফসিল ঘোষনার পর ইসির অধীন। প্রজাতন্ত্রের এই সব জনবলকে নিয়ে সভা না করার ব্যাপারে চিঠি দেয়া হবে। এছাড়া আরো কিছু বিষয়ে চিঠি দেয়া হবে।


আরো সংবাদ



premium cement