০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


শনিবার তফসিল নিয়ে বসছে ইসি

শনিবার তফসিল নিয়ে বসছে ইসি। - সংগৃহীত

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত করতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩ নভেম্বর বিকাল তিনটায় কমিশন বৈঠক ডাকা হয়েছে। এতে নির্বাচন নিয়ে সার্বিক বিষয় আলোচনা করা হবে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, তফসিল চূড়ান্ত হলে জাতির উদ্দেশ্যে ভাষণে তা ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। ৩০ অক্টোবর থেকে একদাশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে। আগামী ২৮ জানুয়ারির মধ্যে এ নির্বাচনের ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

সংবিধান অনুযায়ী, সংসদের মেয়াদ পূর্তির পূর্বে নব্বই দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে বাধ্য নির্বাচন কমিশন। সে মোতাবেক নভেম্বরের প্রথম দিকেই তফসিল দিয়ে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ভোটগ্রহণের পরিকল্পনা করছে সংস্থাটি।

নির্বাচনের তফসিল ঘোষণার আগে বুধবার আন্ত:মন্ত্রণালয় বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন। এরপর ১ নভেম্বর প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করে নির্বাচনের প্রস্তুতি অবহিত করবে সংস্থাটি।


আরো সংবাদ



premium cement