২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`
ঢাবির ঘ-ইউনিটের প্রশ্নফাঁস

প্রতিবেদন দেয়নি তবুও আবারো তদন্তের দায়িত্বে পুরনো কমিটি

আগের প্রতিবেদন না দেয়া কমিটিকেই আবারো তদন্তের দায়িত্ব । - সংগৃহীত

২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘ-ইউনিটে প্রশ্নফাঁসের ঘটনায় যারা গত এক বছরেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তাদেরকে ফের চলতি বছরের ঘ-ইউনিটের প্রশ্নফাঁস তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। সোমবার চলতি বছরের ঢাবি ঘ-ইউনিটের প্রশ্নফাঁস নিয়ে এই অধিকতর তদন্তের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির অন্যরা হলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এমদাদুল হক, সিন্ডিকেট সদস্য বাহালুল মজনুন চুন্নু, জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক অসীম কুমার সরকার, বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী। তদন্ত কমিটিকে দু’সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে ২০১৭-১৮ সেশনে ঘ-ইউনিটের প্রশ্নফাঁসের ঘটনায় একই কমিটিকেই তদন্তের দায়িত্ব দেয়া হয়। কিন্তু গত এক বছরেও তারা প্রতিবেদন জমা দিতে পারেনি। এদিকে, যে কমিটি এক বছরে তদন্ত শেষ করতে পারেনি তারা কিভাবে দু’সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিবেন জানতে চাইলে কমিটির সদস্য অধ্যাপক ড. অসীম কুমার সরকার নয়া দিগন্তকে বলেন, ভিসি স্যার আস্থার জায়গা থেকে আমাদের দায়িত্ব দিয়েছেন। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। দুই সপ্তাহের মধ্যে প্রকৃত ঘটনা উদঘাটনের পরে যথাযথভাবে রিপোটং প্রদান করবো।

প্রশ্ন ওঠা উক্ত তদন্ত কমিটির বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান জানান, গত বছরের কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। তাদেরকে দুই সপ্তাহ সময় দেয়া হয়েছে। দেখা যাক।

উল্লেখ্য, চলতি বছরের ১২ অক্টোবর ঘ-ইউনিটের পরীক্ষার পূর্বেই প্রশ্নফাঁসের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এটা নিয়ে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক মুহাম্মাদ সামাদকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া সত্ত্বেও কর্তৃপক্ষ ১৬ অক্টোবর এর ফল প্রকাশ করেন। এতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে। পরীক্ষা বাতিলের দাবিতে অনশন করেন আইন অনুষদের তৃতীয় বর্ষের ছাত্র আখতার হোসেন। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য কর্তৃপক্ষকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। যাচাই-বাছাই করে পুনঃপরীক্ষা নেয়ার দাবি জানায় ঢাবি শাখা ছাত্রলীগ। একই দাবিতে ক্যাম্পাসে সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্র জোট নেতাকর্মীরা।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বলেন, সবগুলো আমাদের বিবেচনায় আছে। বিষয়টি আদালতে আছে। এটা নিয়ে পাবলিকলি কিছু বলতে চাচ্ছি না।


আরো সংবাদ



premium cement
মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু রোহিঙ্গা ইস্যুতে একসাথে কাজ করবে ঢাকা-ব্যাংকক : পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলি হামলায় আহত শিশুর মুখে ২০০ সেলাই বিষখালীতে মৎস্য বিভাগের অভিযান : জেলে নিখোঁজ, আহত ২ দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর তাপমাত্রা এখন সর্বোচ্চ

সকল