২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সাহিত্য কবিতা

-

শাহনেওয়াজ চৌধুরী
ডাক দিয়ে যাই
(নুসরাত জাহান রাফি স্মরণে)

যারা নুসরাতের ভাই বলে
নিজের পরিচয় দিতে গর্বিত হচ্ছ,
তারা পথে নেমে এসো।
একাত্তরে তরুণ-যুবা যেভাবে
পাহারা দিয়েছে এই মাতৃভূমিকে,
আবার তেমন নিñিদ্র নিরাপদ পাহারায়Ñ
এ দেশের সব নুসরাতের স্বপ্নগুলোকে
আগলে রাখি চলো।
এসো, নেমে এসো পথেÑ
একাত্তরে ছিল মায়ের জন্য যুদ্ধ,
আজ বোনের জন্য।
মায়ের নিরাপত্তা এনে দিয়েছে স্বাধীনতা,
বোনের নিরাপত্তা এনে দেবেÑ
শান্তির সুবাতাস।
শান্তি আমাদের মগজের
শান্তি আমাদের মনের,
মন ও মগজে আমাদের যে বোন-
নুসরাত জেগে আছে,
তাকে ঘুমাতে দিও না।
বঙ্গবন্ধু যেভাবে ডাক দিয়ে ছিলেনÑ
‘ভাইরা আমার...’
সাত মার্চের সেই আহ্বান
আজ বড় বেশি কানে বাজছে!
সাত মার্চের পরে যেমন
মাকে নিরাপদ রাখার যুদ্ধে নেমেছিল
তরুণ-যুবা ভাইয়েরা;
আজও সেই মার্চ পরবর্তী সময়ে দাঁড়িয়ে আমরা,
আবার সেই ডাক দিয়ে যাইÑ
‘এসো, বোনের সম্মান বাঁচাতে পথে নামি’।

শ্যামলী বেগম
বৃষ্টিবিলাস

আজকাল বৃষ্টি হলে আবেগের সরল শব্দে
মন ভেঙে আসে না আর
আজকাল বৃষ্টি হলেই বাইরে কিংবা অন্দরে
কোথাও দিগন্তের সেই কালো জমাট মেঘ
বিরহ পুরীতে আশ্রয় নেয় না।

আজকাল বৃষ্টি হলেই সেই মাটির সোঁদা ঘ্রাণ
দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায়
ক্ষয়ে ক্ষয়ে যাওয়া স্বপ্নগুলোকে
প্রকৃতির গভীর ষড়যন্ত্র মনে হতে থাকে।
বুক ভরা নিঃশ্বাস নিয়ে হৃৎপিণ্ড স্পর্শ করি
ক্ষণিকের তরে বুকে হাত রেখে শুনতে পাই
জন্ম কিংবা চিরজন্মের অলীকতা।

আজকাল বৃষ্টি হলেই কী এক
খেলা চলে মনে মনে, এত সুন্দর আয়োজনেও
ভ্রান্ত জীবনের মায়ার প্রহেলিকা
বার বার মৃত্যুর কথা মনে করিয়ে দেয় ॥
অলিক জীবনের মোহে সময় সমরে
নিয়তির সাথে লড়ে বেড়ায় পরাক্রম বাস্তবতা

আজকাল বৃষ্টি হলেই তাই হৃদয়ের গহিনে
বুনে যাই এক ভগ্ন ইতিহাস ॥

শাহীন আরা আনওয়ারী
জীবন পথে

কৃষ্ণচূড়ার লালে হৃদয়ের রক্ত ক্ষরণের
শিরায় লালের আহাজারি।
লালের দহন ক্ষতের ক্ষরণ। এত
লাল তবুও জীবন রঙে হাহাকার
ক্রমাগত।
বেগুনি নীল রক্তিম আভায়
ঢেউ তোলে না মন আকাশ।
দিল যেন দহনের সাগরে ব্যথাতুর
এক অচিন পাখি।
গুমোট অসাড় হৃদয়ের বর্ণমালা
ভেজে কাঁদায়।
শুকোয় না জমাট দুঃখ
সূর্যের আলোয় কিংবা বাতায়নে।
দুঃখের দহন কি এতই জ্বালায় পোড়ায়
দাবানলে বারুদ জোগায়।
কষ্টের শকুনেরা মাথার খুলি ঠোকরায়।
তবুও বেঁচে থাকার আশায় স্বপ্ন খুঁজি।
স্বপ্ন খুঁজি জীবন বালুচরে।
স্বপ্নের পল্লবে জীবনকে জড়াতে চাই।

এম এইচ মোবারক
আবেদন

ভুলে যাও সূর্যডুবির কথোপকথন।
নিস্তেজ শহরের অন্ধগলির সব কোণে পিছে যাবে
আলো।
পাথরের দালান ভেদ করে ঢুকবে বিকালের নরম
রোদ।
আর থামবে না,
এটাই শেষ আলো নয়।
ভেবো নাÑ একা নই আমি
জনকোলাহল অন্ধকারের শেষ পৃষ্ঠাটাÑ
ছিঁড়ে ফেলেছে হয়তো এতক্ষণে।
দ্বীকক্ষ বদলে গিয়ে সব এখানে একপক্ষ।
যেন বিনামূল্যে সুখ বিতরণ হচ্ছেÑ
মাতামাতির বাজারে।
এর পরেই হয়তোÑ
এক কোমল ঘুমের বন্দোবস্ত রয়েছে।
আসবে?
ইশারায় বলছি,
চলো আজ তোমার সাথে স্বপ্ন দেখি।

আনিস রহমান
নারী

জাহেলিয়াতের মৃত্যুপুরী পেরিয়ে
আলোকিত সভ্যতার উত্তরণ
শতজনমের গ্লানি ঘুচে নারী হবে অর্চিত

অলক্ষ্যে অনির্ণীত নিয়তি এসে
নরকে টানে
স্বর্গীয় সুখে অতৃপ্ত পৌরুষ দহন
স্বপ্নকুঠিরে আগুন জ্বালিয়ে দেয়
নগ্নতার মশালে

নিয়তির পাতা আসনে
দুর্ভাগার দল আবারো ধর্ষিত
দূরত্ব বজায় রেখে ভদ্র সমাজ
দুর্গন্ধ মাখবে, ভয়ে সন্ত্রস্ত্র বিবেক
মানুষ শ্রেষ্ঠ হলেও মানবী ইতর

নারীর হাহাকারে ক্রন্দনরত আকাশ
শীতল হয়ে আসে বাতাসের গতর

নারী তো মাতা, নারী তো কন্যা, স্ত্রী
স্নেহের পরশ আর হৃদয় নিংড়ানো
ভালোবাসার কংক্রিটে তিলেতিলে
গড়ে তোলে পুরুষের মূর্তি
সে নারী ধর্ষণ মাতৃকুলেই গড়ায়

আলাউদ্দিন আদর
সময়ের শিলালিপি

আগ্নেয়, পাললিক কিংবা রূপান্তরিত শিলা
কোনোটিই নিরাপদ নয়; সব ক্ষয়িষ্ণু
যৌবনের মতো
রক্তাক্ত বিদ্রোহ, সীমান্ত, পিলখানা :
ইতিহাসের ক্ষত।
অথবা স্মৃতির সরু পথে দু’কদম হাঁটলেÑ
দেখা যায়
আমাদের খুন মাখা ক্লাইভের খঞ্জর
বাংলার মাটিতে বেজন্মা শৈবাল; বিদেশী চর!
অতঃপর, ঐ চর; প্রতি খাতে চায় কর
দিয়ে স্বীয় মস্তক, স্বেচ্ছায় বন্ধক
ক্ষমতার গোলামি সে খাটে জীবনভর!
তারপর?
-তার পর, সার্কাসের মেয়েটি যেমন
প্রভুর হাতের পুতুল
ঠিক তেমন। অদৃশ্য সুতোর টানে হয়
নাটক মঞ্চায়ন
সময়ের শিলালিপির পাঠ;
জানে কেবল প্রাজ্ঞজন!


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড ‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের

সকল