২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

২৫তম স্প্যানে দৃশ্যমান হলো পদ্মা সেতুর পৌণে ৪ কিলোমিটার

-

পদ্মা সেতুর ২৫তম স্প্যান সফলভাবে বসানো হয়েছে। শুক্রবার শরীয়তপুরের জাজিরা প্রান্তে বসানো হয়েছে স্প্যানটি। এর ফলে পদ্মা সেতুর তিন হাজার ৭৫০ মিটার (পৌণে ৪ কিলোমিটার) দৃশ্যমান হলো।

এর আগে চলতি মাসের ১১ ফেব্রুয়ারি পদ্মা সেতুর ২৪তম স্প্যানটি বসানো হয়। এর ১০ দিনের মাথায় বসলো ২৫তম স্প্যান।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিয়ান-ই ক্রেনে করে ২৫তম স্প্যানটি ২৯ ও ৩০ নম্বর পিয়ারের কাছে নেয়া হয়।

বেলা তিনটার দিকে ‘৫-ই’ আইডি নম্বরের স্প্যানটি সেতুর জাজিরা প্রান্তের ২৯ ও ৩০ নম্বর পিয়ারের ওপর বসানো হয়েছে বলে জানিয়েছেন সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর।

হুমায়ুন কবীর আরো জানান, মোট ৪১টি স্প্যানের মধ্যে ৩৭টি স্প্যান কনস্ট্রাকশন সাইটে আছে, যার মধ্যে ২৫টি বসানো সম্পন্ন হলো।

ছয় দশমিক ১৫ মিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড সেতু নির্মাণের কাজ করছে।

পদ্মা সেতু তৈরি হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্তের সূচনা হবে এবং দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রায় ছয় কোটি মানুষের জীবনযাত্রায় এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। শুধু তাই নয়, রাজধানী ঢাকাসহ সমগ্র দেশের সাথে দক্ষিণাঞ্চলের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে।

জিডিপি দেড় থেকে দুই শতাংশ বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দেখুন:

আরো সংবাদ



premium cement