২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

প্রেমিকার বাবার দেয়া বিষে প্রাণ গেলো যুবকের

প্রেমিকার বাবার দেয়া বিষে প্রাণ গেলো যুবকের - ছবি : নয়া দিগন্ত

রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের ভ্যান চালক মো: আমিন শেখ (২২) কে বিষ পান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ১৭ আগষ্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। মৃত আমিন শেখ পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের মৃত সোরহাব শেখের ছেলে।

জানাগেছে, গত ২৪ জুলাই রাত সাড়ে ৭টার দিকে আমিন বিষপান অবস্থায় নিজ বাড়ীর উঠানে এসে পড়ে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে ভর্তি করে। ওই হাসপাতালে তিন দিন থাকার পর তার অবস্থার অবনতি হয়। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুই দিন ফরিদপুর ভর্তি রাখার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ ১৮দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আমিন মারা যায়। ওই হাসপাতালেই লাশ ময়নাতদন্ত করা হয়।

মৃত আমিনের মা মমতাজ বেগম অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী দয়ালবন্ধ গ্রামের জনৈক স্কুল ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো আমিনের। মেয়েটার বাবা অত্যান্ত চতুরতার সাথে অটো রিকশা কেনার কথা বলে আমিনের কাছ থেকে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেয়। তবে সে তার মেয়েকে আমিনের সাথে বিয়ে না দিয়ে বরং তার ছেলেকে বিষ খাইয়ে বাড়ী পাঠিয়ে দেয়।

অসুস্থ্য থাকা অবস্থার তার ছেলে টাকা হাতিয়ে নেয়া এবং বিষ খাওয়ানের বিষয়টি তাদের জানিয়েছে। আমার ছেলে মৃত্যু সঠিক বিচার চাই ।

এ বিষয়ে মেয়েটির বাবা বলেন, আমার মেয়ের সাথে মৃত আমিনের প্রেমের সম্পর্ক বা অটোরিক্সা কেনার টাকা লেনদেন হয়নি। তিনি আরো বলেন, বিষয়টি স্থানীয় ভাবে মিমাংশা করা হবে।

পাচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীর হোসেন জানান, আমিন শেখ বিষ খেয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। কিন্তু প্রেম ঘটিত কারণে বিষ খাইয়ে তাকে মারা হয়েছে কি না তা তিনি জানেন না।


আরো সংবাদ



premium cement
চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত

সকল