২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মধুপুরে শতবর্ষী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক

আটক বখাটে সোহেল - ছবি : নয়া দিগন্ত

টাঙ্গাইলের মধুপুরে শতবর্ষী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে সোহেল (১৪) নামে এক বখাটে কিশোরকে আটক করেছে পুলিশ। সোমবার উপজেলার চাঁদপুর (আঙ্গারিয়া) গ্রামে এ ঘটনা ঘটেছে।

বুধবার রাতে ধর্ষণের শিকার ওই বৃদ্ধার ছেলে বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন। পরে ওই রাতেই অভিযান চালিয়ে বিকৃত মানসিকতার ওই কিশোর সোহেলকে আটক করে পুলিশ।

জানা যায়, সোমবার দুপুরে মধুপুর বনাঞ্চলের ফুলবাগচালা ইউনিয়নের চাঁদপুর (আঙ্গারিয়া) গ্রামের ওই বৃদ্ধাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে একই এলাকার তোতা খাঁ’র বখাটে ছেলে সোহেল।

এ ন্যাক্কারজনক ঘটনায় পুরো উপজেলায় ক্ষোভের জন্ম দিয়েছে।

এ নিয়ে মঙ্গলবার ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়। পরে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক কামাল বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ঘটনাস্থলে যাওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেলকে সরিয়ে দেয় তার পরিবারের লোকজন। এ ঘটনায় মামলার হওয়ার পরে রাতে বিশেষ অভিযান চালিয়ে বখাটে সোহেলকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বয়সের ভারে ন্যুব্জ, অন্ধ ওই বৃদ্ধা চলাফেরা করতে পারেন না। তোতা খাঁ’র বখাটে ছেলে সোহেল ওই বৃদ্ধাকে মুখ বেঁধে ধর্ষণ করে। ধর্ষক ওই কিশোর পড়াশোনা করে না। সব রকমের নেশা করে ও নানা অপরাধের সাথে জড়িত। এ ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তারিক কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ন্যাক্কারজনক ঘটনায় থানায় মামলা করা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল